রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

অসহায়ের মতো নিখোঁজ সাংবাদিককে খুঁজছে পরিবার

নিজস্ব প্রতিবেদক

অসহায়ের মতো নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান করছে পরিবার। তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তার স্ত্রী-পুত্র। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। চার দিনেও কাজলের কোনো খোঁজ না পেয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী জানান, গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে হাতিরপুলে তার পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে পুরান ঢাকার বকশি বাজারের বাসা থেকে বের হন তার স্বামী। এরপর তার সঙ্গে যোগাযোগ করলে তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে এক ব্যক্তি শফিকুলের ফেসবুকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি হিসেবে শফিকুলসহ কিছু ব্যক্তির তালিকা পাঠান। বিষয়টি জানতে পেরে পর দিন বুধবার তিনি এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কাজলকে নিয়ে তারা দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কাজলের ছেলে মনোরম পলক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি বাবাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে বাবার নিখোঁজের বিষয়ে সহকর্মী, সব গণমাধ্যমকর্মী ও তার বন্ধুদের কাছে কোনো তথ্য থাকলে তা তাদের জানাতে অনুরোধ করেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার গতকাল জানান, কাজলকে উদ্ধারে থানা-পুলিশের পাশাপাশি ডিবি, সিরিয়াস ক্রাইম ডিভিশন ও র‌্যাব কাজ করছে। তদন্তে দেখা গেছে, সন্ধ্যা ৬টা নাগাদ শাহবাগ এলাকা থেকে তার ফোন বন্ধ হয়েছে। তাকে উদ্ধারে তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন।

সর্বশেষ খবর