সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

পতনে রেকর্ড আবার শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

পতনে রেকর্ড আবার শেয়ারবাজারে

আগের সপ্তাহের মতো চলতি সপ্তাহেও শেয়ারবাজারে করোনাভাইরাস আতঙ্কের প্রভাব দেখা গেছে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় পতন ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক রেকর্ড পরিমাণ পতন হয়েছে। প্রায় পাঁচ বছর পরে ৪ হাজারের নিচে নেমে গেছে। পতনের কারণে এক দিনে বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা। জানা গেছে, লেনদেনের শুরুতেই ডিএসইর মূল্যসূচক ডিএসইএক্সে বড় পতন ঘটে। লেনদেনের মাত্র ১১ মিনিটেই কমে যায় ২০৯ পয়েন্ট। তবে দিন শেষে ১৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে। ২০১৫ সালের ৫ মে’র পর এটা সূচকের সবনিম্ন অবস্থান। ডিএসইর বাজার মূলধন ১০ হাজার ২৪৮ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ১১৩ কোটি ৬৭ লাখ ১৬ হাজার টাকা। লেনদেনের শুরুতে যা ছিল ৩ লাখ ২১ হাজার ৩৬২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকায়।  ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৫ কোটি ৭৩ লাখ টাকা কম। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৮টির এবং ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ২৯ লাখ টাকার গ্রামীণফোন এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৫৪ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দর। সিএসইতে ২৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর