সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে নয়তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে নয়তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বেলা পৌনে ৩টায় শাহাবউদ্দিন কমপ্লেক্স নামে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৮টি ইউনিটের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় পানির সঙ্কট ছিল। ফলে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের স্পেশাল ওয়াটার টেন্ডার এনে আগুন নেভাতে হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনে অবস্থিত ইউনিভার্সাল নার্সিং কমপ্লেক্স, এ জে আর পার্শেল অ্যান্ড কুরিয়ার, এম ইউ ফ্যাশনস অফিসের লোকজন দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। আশাপাশের ভবনেও আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিরাপদে নিচে নেমে আসে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, মহাখালীর রসুলবাগ এলাকার রয়েল ফিলিং স্টেশনের পেছনে ওই ভবন। ওই ভবনের সপ্তম তলায় ভবন মালিকের একটি গুদাম রয়েছে। সেই গুদামে থেকে আগুনের সূত্রপাত। পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন খান জানান, ওই ভবনের এমইউ ফ্যাশনস অফিসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন আগুন দ্রুত নিয়ন্ত্রণ করে ফেলে।

সর্বশেষ খবর