সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুলিশকে থাপ্পড় মারা যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুই ট্রাফিক কনস্টেবলকে থাপ্পড় মেরে গ্রেফতার হওয়া নারী কাউন্সিলর রুহুন নেসা রুনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে দুপুরে তাকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার এ কে এম আহসান হাবীব জানান, কাউন্সিলর রুনুকে গ্রেফতার দেখিয়ে গতকাল সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের আদালতে পাঠানো হয়। কাউন্সিলরের পক্ষ থেকে জামিন আবেদন না করায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। মামলার নথিপত্র উপস্থাপন করা হলে বিচারক কাস্টডি ওয়ারেন্ট মূলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ট্রাফিক পুলিশের নির্দেশ অমান্য করে গাড়ি চালানোর সময় বাধা দিলে দুই পুলিশকে শনিবার দুপুরে চড় দেন সিটি করপোরেশনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেসা রুনু। পরে তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল আশিকুর রহমান বাদী হয়ে শনিবার মামলা করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়।

সর্বশেষ খবর