সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাসে ব্রিফকেসে অজ্ঞাত নারীর লাশ

আরও ৩ লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় দূরপাল্লার একটি বাসের ভিতর থেকে ব্রিফকেসবন্দী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে এক যুবকের, গণকবাড়ী এলাকার একটি বাড়ি থেকে এক নারীর এবং সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সূত্র জানায়, গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাস থেকে সেবা গ্রিন লাইন (ঢাকো মেট্রো ব-১৫-৩৯৮৭) নামে দূরপাল্লার একটি পরিবহন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নবীনগরের সেবা গ্রিন লাইন পরিবহনের কাউন্টার মালিক মো. লিটন জানান, শুক্রবার গাবতলী থেকে ছেড়ে এসে নবীনগর বাসস্ট্যান্ডে বাসটি থামে। পরে নবীনগর বাসস্ট্যান্ড থেকে যাত্রী ওঠানো হয়। এ সময় একজন যাত্রী একটি কালো রঙের ব্রিফকেস লকারে রেখে গাড়িতে ওঠেন। পরে যাত্রী ওঠানো শেষ হলে বাসটি ওই দিন দুপুরে গোপালগঞ্জের নাজিরপুরের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল গাড়িটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসার আগে হেলপার গাড়ির লকার পরিদর্শন করলে ওই ব্রিফকেস দেখতে পান। বিষয়টি গাড়ি কোম্পানির হেড অফিসে জানালে ব্রিফকেস যে অবস্থায় আছে ওই অবস্থায় ঢাকায় নিয়ে আসতে বলা হয়। রাত সাড়ে ১১টার দিকে বাসটি নবীনগরে এলে ওই লকার থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঢাকা জেলা পিবিআইকে খবর দেয়। পরে পিবিআই ঢাকা জেলার ইন্সপেক্টর সালাউদ্দিন ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত নারীর গোপানাঙ্গে আঘাতের চিহ্ন ও শরীরে ফোসকা রয়েছে। এ ছাড়া মুখে স্কচটেপ মারা ছিল।  আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি জানান, রাতে নবীনগর এলাকায় বাসটির বক্স খুলতেই ভিতর থেকে উৎকট গন্ধ বের হতে থাকে। পরে পিবিআই ও পুলিশের উপস্থিতিতে কালো রঙের ব্রিফকেসটি খোলা হলে ভিতর থেকে এক তরুণীর রক্তাক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ওই তরুণীর পরনে কেবল একটি হলুদ রঙের পায়জামা ও অন্তর্বাস ছিল। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, ওই তরুণীকে হত্যার পর তার লাশ ব্রিফকেসে ভরে যাত্রীবেশে কৌশলে বাসের বক্সে রেখে গেছে হত্যাকারী। ওই তরুণীর বয়স ২৪-২৫ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এবং কেন ওই তরুণীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্তসাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। অন্যদিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে এক যুবকের, গণকবাড়ী এলাকার একটি বাড়ি থেকে এক নারীর এবং সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর