সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

সোনার হরিণ

মির্জা মেহেদী তমাল

সোনার হরিণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন। উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হওয়ার পর গ্রাম থেকে রাজধানীতে আসেন অনার্স পড়ার জন্য। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না। তাই ঢাকায় থাকতে ও পড়তে নিজে খরচের ব্যবস্থা করতে একটি পার্ট টাইম চাকরি খুঁজতে থাকেন। একদিন বাসে করে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন জসিম। দেখতে পান একটি বিজ্ঞাপন। সপ্তাহে তিন দিন ও দিনে চার ঘণ্টা কাজে ১২ হাজার টাকা দেবে বলে একটি বিজ্ঞাপনে লেখা ছিল। সঙ্গে পাঁচ হাজার টাকা জামানত দেওয়ার কথাও বলা হয়। অফিসটি ছিল মালিবাগে। বিজ্ঞাপনে থাকা ঠিকানায় যোগাযোগ করলে চাকরিটা তার কনফার্ম করে। কিন্তু কী কাজ করতে হবে জানতে চাইলে তা বলে না। কিন্তু জসিম চিন্তা করেন, মাসে ১২ হাজার টাকা পাবে। থাকা-খাওয়া ও পড়ালেখা ভালো চালিয়ে নিতে পারবে বলে পাঁচ হাজার টাকা ম্যানেজ করে তাদের দেন। তার মতো আরও ৩০-৪০ জন টাকা দেন। কয়েকদিন পর তাদের অফিসে যোগদানের কথা। কিন্তু অফিসে গিয়ে তারা দেখেন কেউ নেই। আর বাইরেও কেউ নেই। ততক্ষণে সবাই বুঝতে পারে তারা প্রতারণার শিকার হয়েছেন। দেশে যে হারে শিক্ষিত বাড়ছে, সে হারে কর্মক্ষেত্র বাড়ছে না। ফলে অনেকেই বেকার থেকে যাচ্ছেন। চাকরি যেন ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে। বুকভরা স্বপ্ন নিয়ে পড়ালেখা শেষ হলেও জুটছে না কাক্সিক্ষত চাকরি। শিক্ষিত বেকাররা নিজ জেলায় ব্যর্থ হয়ে চাকরির সন্ধানে ভিড় করছেন রাজধানীতে। এ সুযোগে এক শ্রেণির প্রতারক চাকরি নামে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। এই ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। এতে অনেকে চাকরি পাওয়ার আসায় উপরি দিতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। কিন্তু মিলছে না কাক্সিক্ষত সোনার হরিণটি। বিশেষ করে ব্যাংক, বীমা, এমএলএম কোম্পানি, বিপণন কোম্পানি, মার্কেটিং কোম্পানির নামে বেশি প্রতারণা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন বাসে, জনসমাগম হয় এমন স্থানে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়। এতে পার্ট টাইম চাকরির নামে ছাত্রছাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলা হয়। নিয়োগের নামে তাদের কাছ থেকে জামানত বা অন্যান্য খাতের অর্থ নিয়ে সটকে পড়ে। এসব বিষয়কে বেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, কারও কাছে এমন কোনো অভিযোগ পেলেই আমরা অভিযান চালাই। আর এর আগেও বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রতারকদের আইনের আওতায় আনা হয়েছে। যারা এসব চাকরির প্রলোভন দেখায় এবং যারা চাকরি প্রার্থী তাদের সচেতন হতে হবে। রাজধানীতে উইনেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেড নামে একটি অফিস খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা করছে। বিভিন্ন জেলার শিক্ষিত ও বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ও চাকরির জামানত বাবদ মোটা অঙ্কের টাকা রেখে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় প্রতারকরা। তাদের ফাঁদে ফেলার পর নিজেদের আত্মীয় ও বন্ধু-বান্ধবদের প্রলোভন দেখিয়ে কীভাবে এ কোম্পানিতে আনতে হবে সেই সম্পর্কে ট্রেনিং দেওয়া হতো। পরবর্তী সময় অসহায় যুবকরা কোম্পানির উদ্দেশ্য বুঝতে পেরে ওই প্রতিষ্ঠানে চাকরি করবে না মর্মে টাকা ফেরত চেয়ে আবেদন করে। পরে কোম্পানি তাদের ঘোরাতে থাকে। আর যারা নতুন সদস্য সংগ্রহ করতে না পারত তাদের ভয়ভীতি দেখিয়ে বিদায় করে দেওয়া হতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর