বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

শ্রমিকদের সুরক্ষা চিন্তার বিষয়

-এ কে আজাদ

শ্রমিকদের সুরক্ষা চিন্তার বিষয়

দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চিন্তিত ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। দেশের অন্যতম শীর্ষ এই পোশাক রপ্তানিকারক বলেছেন, বড় বড় ক্রেতারা রপ্তানির অর্ডার বাতিল করছেন। এমন পরিস্থিতিতে আগামী মাসে শ্রমিকদের বেতন দেব কীভাবে, এটা চিন্তার বিষয়। ভাইরাস আরও ছড়াবে বলে মনে করা হচ্ছে। ফলে শ্রমঘন এই পোশাকশিল্পে শ্রমিকদের সুরক্ষাও এখন বড় চিন্তার বিষয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রেতারা তাদের অর্ডারের আলোকে আমাদের কারখানাগুলোতে তৈরি পোশাক পণ্য শিপমেন্ট করতে না করছে। আবার আমাদের কারখানাগুলোতেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কারণ একজন শ্রমিক আক্রান্ত হলে, পুরো কারখানায় ছড়িয়ে পড়বে। ফলে পোশাকশিল্প কারখানাগুলোতে করোনাভাইরাস থেকে শ্রমিকদের সুরক্ষা চিন্তার বিষয়। আবার করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থাও অপ্রতুল। তার মতে, আমাদের কিন্তু কোয়ারেন্টাইন করে রাখার মতো জায়গা নেই। সেজন্য দ্রুত সরকারের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। যেটা চীন করেছে। এটা না করতে পারলে, করোনাভাইরাসের ব্যাপকতা ছড়িয়ে পড়বে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে যেহেতু গরম আসছে, এটা আমাদের জন্য ইতিবাচক হতে পারে। প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ বলেন, বস্ত্র ও পোশাক খাতে একটা ভীতি কাজ করছে। কারণ একেকটা  কারখানায় প্রায় ১০ থেকে ১৫ হাজার শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে যদি একজনও আক্রান্ত হয়, তার প্রভাব পুরো শিল্প খাতে পড়বে। এটা যেন না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু সবাই এই সর্তকতা অবলম্বন করছে না। সেজন্য সরকারের উচিত হবে প্রচারমাধ্যমে একটা বাধ্যবাধকতা তৈরি করা। একটি নির্দেশনা দেওয়া এবং তা মনিটরিং করা। তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অন্যথায় অনেকের গাফিলতির কারণে আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর