বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

পর্যাপ্ত প্রস্তুতি নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে

নিজ খরচেই মোকাবিলার নির্দেশনা, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন সদ্য ফেরত প্রবাসীরা

পর্যাপ্ত প্রস্তুতি নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে

প্রাণঘাতী ভাইরাস করোনার আতঙ্ক জেঁকে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে। তবে এই করোনাভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোয়। দেশে প্রতিদিনই রোগী শনাক্ত হলেও সে অনুযায়ী প্রস্তুতি চোখে পড়ছে না তাদের মধ্যে। বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। একই অবস্থা বাহিনীগুলোর সদর দফতরগুলোতে। বহিরাগত কিংবা দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রেও কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। তবে বাহিনীগুলোর কিছু ইউনিট নিজ উদ্যোগে তাদের সদস্যদের মধ্যে করোনাভাইরাস মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে বলে জানা গেছে। জানা গেছে, অপরাধ দমন কিংবা টহল ডিউটির জন্য আইন প্রয়োগকারী সদস্যরা বিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। সচেতনতার উদ্যোগ নিতে হবে ইউনিটপ্রধানদের- এমন নির্দেশনা দিয়েই দায়সারা করোনা প্রস্তুতির আয়োজন শেষ করেছে পুলিশ সদর দফতর। করোনা মোকাবিলায় পুলিশ সদস্যদের নিজ খরচে মাস্ক কিংবা হ্যান্ড স্যানিটাইজার সংগ্রহ করার নির্দেশও দিয়েছেন ইউনিটপ্রধানরা। তবে অবাধে থানায় লোকজন প্রবেশ করলেও তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে যারপরনাই আতঙ্কে ভুগছেন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন এলাকায় বিদেশফেরত প্রবাসীরা যত্রতত্র ঘুরে বেড়ালেও আইন প্রয়োগকারী সদস্যরা নির্বিকার। সিলেট জেলার ওসমানীনগর থানায় গত এক সপ্তাহে ৩৫০ জন ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসেছেন। অনেকটা একই চিত্র সিলেট রেঞ্জের বেশির ভাগ থানা এলাকার। র‌্যাব-পুলিশ কিংবা আনসার ভিডিপির মতো করোনা আতঙ্কে ভুগছেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পর্যাপ্ত প্রস্তুতি নেই তাদেরও। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তিনি নিজ উদ্যোগে পুলিশ সদস্যদের দিয়ে টয়লেট টিস্যু, রাবার ও স্ট্যাপলিং পিন দিয়ে তৈরি করেছেন বিশেষ ধরনের মাস্ক। এগুলো তিনি জেলার বিভিন্ন থানা, পুলিশ লাইন ও ফাঁড়িতে বিতরণ করেছেন। জেলার প্রতিটি ইউনিটের প্রবেশপথে রেখেছেন হাত ধোয়ার জন্য সাবান। রংপুর মহানগর পুলিশের কমিশনার আলীম মাহমুদ তার এলাকায় ১০ লাখ মাস্ক ও ১ লাখ লিফলেট বিতরণ করেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক উপমহাপরিদর্শক হাসানুল হায়দার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা আমাদের হাসপাতালে ১০টি সিট আইসোলেশনের জন্য প্রস্তুত রেখেছি। আমাদের পাঁচ সদস্যের একটি কমিটি আছে। তারা আইইডিসিআরের সঙ্গে সমন্বয় রাখছেন। একই প্রস্তুতি নিয়ে রেখেছে চারটি বিভাগীয় হাসপাতাল ও সারদা পুলিশ একাডেমির হাসপাতাল।’ আনসার ও ভিডিপির পরিচালক অপারেশন ড. সাইফুর রহমান বলেন, সারা দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে প্রত্যেক দলনেতা ভিডিপির মাধ্যমে লিফলেট বিতরণ করছেন জেলা কমান্ড্যান্টের মাধ্যমে। যদিও নিজেদের কোয়ারেন্টাইনের জন্য সরকারি কোনো আদেশ আসেনি, তবে সতর্কতার জন্য দেশের সব জেলার কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডাররা দরবারের মাধ্যমে সদস্যদের মধ্যে সচেতনতা তৈরির বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। অপারেশনে যাওয়া ফোর্সদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হলেও কোনো বরাদ্দ এখনো আমরা পাইনি। নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাই হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য জিনিসপত্র কিনতে বলা হয়েছে। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি বাংলাদেশ পুলিশ নিজ থেকেও নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসবের মধ্যে রয়েছে সামাজিক সচেতনতা সৃষ্টি, চিকিৎসার সুযোগ সম্প্রসারণে সহায়তা, আক্রান্ত হলে পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা প্রদান এবং এ-সংক্রান্ত গুজবের বিস্তার রোধ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশ থেকে আগত ব্যক্তিদের? সরকারি নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করা হচ্ছে। নির্দেশনা অমান্য করে করোনা বিস্তারের ঝুঁকি সৃষ্টির কারণে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, গণসমাবেশ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অহেতুক মুভমেন্ট করতে নিষেধ করা হয়েছে। সদস্যদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বরাদ্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ফোর্সের সদস্যদের মধ্যে বিপুলসংখ্যক মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল পর্যন্ত কোনো র‌্যাব সদস্য আক্রান্ত হননি জানিয়ে তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা করতে পারেন এমন সহকারী মেডিকেল অফিসারদের ব্যাটালিয়ন সদর দফতরগুলোতে প্রস্তুত রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর