শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

মিসর যাবে দুই হাতি, আসছে সিংহ-কুমিরসহ ৬৪ প্রাণী

মোস্তফা কাজল

মিসর যাবে দুই হাতি, আসছে সিংহ-কুমিরসহ ৬৪ প্রাণী

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এবার দুই এশিয়ান হাতির বিনিময়ে মিসর থেকে আনা হচ্ছে অরিক্স, আফ্রিকান সিংহ, বানর, কুমির, পেলিকান, ঘোড়া, রয়েল বেঙ্গল টাইগার ও গ্রেটার কুদু প্রজাতির ৬৪ নতুন প্রাণী। আশা করা হচ্ছে আগামী ২/১ মাসের মধ্যে এসব প্রাণী এসে পৌঁছাবে। চিড়িয়াখানার শাখা প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বন্য প্রাণীদের আগমন উপলক্ষে কয়েকটি শেড সংস্কার করা হয়েছে। এছাড়া এসব প্রাণীদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, মিনারেল পানি ও ভিটামিন সরবরাহ করার জন্য দরপত্র আহ্বান করার প্রক্রিয়া শুরু হয়েছে। চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. নূরুল ইসলাম জানান, নতুন অতিথিদের জন্য খাঁচা পরিষ্কার ও মেরামত করা হচ্ছে। সাধারণ বাজেট থেকে দুইটি এশিয়ান হাতি কেনা হবে। এজন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জের এক ব্যবসায়ীর সঙ্গে দর কষাকষি চলছে। জানা গেছে, হাতি দুইটি কিনতে প্রায় ১০ লাখ টাকা লেগে যেতে পারে। পরে এ দুই হাতি মিসর পাঠানো হবে। নতুন অতিথিদের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফ্লাইট চূড়ান্ত হলেই প্রাণীগুলো আসবে। আপাতত করোনাভাইরাসের কারণে ফ্লাইট শিডিউল ঠিক করা হয়নি। এ অবস্থার একটু উন্নতি হলেই প্রাণী আনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদফতর থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।

সর্বশেষ খবর