শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

আমদানি করা ১০ হাজার সাউন্ড গ্রেনেড ত্রুটিপূর্ণ

রিপ্লেসমেন্টে শুল্ক-কর ছাড় দিতে নারাজ এনবিআর

রুহুল আমিন রাসেল

অভিযানের কাজে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ১০ হাজার পিস সাউন্ড গ্রেনেডের সবই ত্রুটিপূর্ণ। এগুলোর বদলে ত্রুটিমুক্ত ১০ হাজার পিস গ্রেনেড চায় পুলিশ। কিন্তু একটা সমস্যা। অকেজো ১০ হাজার পিসের জন্য শুল্ক ও কর বাবদ ৩ কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৭২৩ টাকা পরিশোধ করা হয়ে গেছে। এখন নতুন করে যে ১০ হাজার সাউন্ড গ্রেনেড আনা হবে, সেগুলোর ওপর যেন কর আরোপ না হয়, এ বিষয়ে অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে অনাপত্তি চেয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ওই অনুরোধ নাকচ করে দিয়েছে এনবিআর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস : অব্যাহতি ও প্রকল্প সুবিধা) মো. শাফায়েত হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পুনরায় যে ১০ হাজার পিস সাউন্ড গ্রেনেড আনা হবে, এর আমদানি পর্যায়ে প্রযোজ্য ব্যয় নির্বাহের দায়িত্ব সরবরাহকারীর। তাই শুল্ক-কর অব্যাহতি দেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৩ ও ২০১৪ সালের রাজনৈতিক সহিংসতা দমনে সাউন্ড গ্রেনেড খুবই কার্যকর হয়েছিল। তখন দেশে বিশৃঙ্খলাকারী, আন্দোলনকারীদের সরিয়ে দিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে সাউন্ড গ্রেনেড। এই গ্রেনেডে প্রাণহানি ঘটে না। তবে বিকট শব্দে আতঙ্ক তৈরি হয়। এতে দাঙ্গা দমন অপেক্ষাকৃত সহজ হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পুলিশ সদর দফতরের এআইজির (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) চিঠিতে বলা হয়, ওই সাউন্ড গ্রেনেড পুলিশ সদর দফতরের গ্রহণ কমিটি কারিগরি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করেছে। পরে গুণগত মান সন্তোষজনক না হওয়ায় ২০১৮ সালের ৩ জানুয়ারি এগুলো বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে সাউন্ড গ্রেনেড অপসারণ করার পর অতি স্বল্প সময়ের মধ্যে সমপরিমাণ সাউন্ড গ্রেনেড সরবরাহের জন্য পুলিশ সদর দফতর ২০১৮ সালের ২১ জানুয়ারি মূল সরবরাহকারী ও স্থানীয় এজেন্টের কাছে পত্র দিয়েছে। পরবর্তী সময়ে সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সাউন্ড গ্রেনেডের নমুনা কোরীয় সেনাবাহিনীর পরীক্ষাগারে পরীক্ষা করে নির্ভুলভাবে উৎপাদন করা হবে। এ জন্য চুক্তি অনুযায়ী ১০ হাজার পিস সাউন্ড গ্রেনেড দ্রুততম সময়ে রিপ্লেসমেন্ট করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দফতরকে চিঠিতে তাগিদ দিয়েছে মূল সরবরাহকারী প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর