শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

জল-স্থল-আকাশ পথের পরিবহনে চ্যালেঞ্জ

-শেখ ফজলে ফাহিম

জল-স্থল-আকাশ পথের পরিবহনে চ্যালেঞ্জ

করোনোভাইরাসের প্রভাবে জল, স্থল ও আকাশপথের পরিবহন খাতে চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ  করে বলেছেন, সরকার এরই মধ্যে ব্যবসায়ীদের আগামী জুন পর্যন্ত ব্যাংকিং সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারের সিদ্ধান্ত এই কঠিন সময়ে চাপে থাকা ব্যবসায়ীদের জন্য দম নেওয়ার সুযোগ করে দিয়েছে। এতে ব্যবসায়ীরা অনেকটা স্বস্তি পাবেন। এ ছাড়াও চলমান পরিস্থিতিতে সরকারের কাছে সব ধরনের যৌক্তিক সহযোগিতার আশ্বাস পেয়েছি। ফলে আজ (গতকাল) পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো অবস্থা দেখছি না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুতে পণ্য পরিবহনের চ্যালেঞ্জ দেখেছি, কিন্তু এই সংকট কেটেছে। এখন আগামী ১০ দিন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন কী ধরনের সহযোগিতা লাগবে, তা বলতে পারব। এখন পর্যন্ত সরকারের কাছে কোনো আর্থিক সহযোগিতা ব্যবসায়ীরা চাননি। যেসব সহযোগিতা চেয়েছেন, তা অনার্থিক।

তিনি বলেন, আমরা করোনাভাইরাসের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাবে করণীয় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় এবং সারা দেশের বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা বিশ্বাস করি, সরকার ও অংশীজনদের সহায়তায় এই সমস্যা কাটিয়ে উঠতে পারব। আমাদের সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় কৌশল গ্রহণ করা যেতে পারে।

সর্বশেষ খবর