শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা
জেলার রাজনীতি মুন্সীগঞ্জ

শক্ত অবস্থানে আওয়ামী লীগ সংকটে বিএনপি

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে কর্মী সংকটে পড়েছে বিএনপি। অন্যদিকে বোঝাই নেতা-কর্মী নিয়ে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। জেলায় দলটির একক আধিপত্য।

জেলা বিএনপির সাত সদস্যের কমিটি গঠনের পর পার হয়েছে দুই বছর। তার পরও পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হয়েছে দলটি। জেলার ছয়টি উপজেলায় দেখা দিয়েছে কর্মী সংকট। ফলে গত ১২ বছরে বিএনপির উল্লেখযোগ্য কোনো সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। গত তিনটি সংসদ নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন উপজেলা, পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মধ্যমে সংগঠিত হয়েছে। যদিও এ কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রুপিং-দলাদলি হতে দেখা গেছে। স্থানীয় ভোটাররা মনে করেন, মুন্সীগঞ্জ জেলা একসময় বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত থাকলেও এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকে রূপ নিয়েছে। বিএনপির কর্মীশূন্যতা দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা মনে করেন, আওয়ামী লীগ কর্মী মূল্যায়নের চেষ্টা করে। সবার সঙ্গে যোগাযোগ রাখে। সুবিধা-অসুবিধা, মানুষের সমস্যা-সম্ভবনা নিয়ে ভাবে এবং সেই মতো কাজ করে। ফলে এখানকার মানুষ আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে এবং দলে দলে নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের অবস্থান অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক মজবুত এবং শক্তিশালী।

সর্বশেষ খবর