শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

দলে কোন্দল নেই, ভুল বোঝাবুঝি থাকতে পারে

-মো. কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক জেলা বিএনপি

দলে কোন্দল নেই, ভুল বোঝাবুঝি থাকতে পারে

জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন বলেছেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি। এখানকার ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে। কিন্তু বর্তমান  সরকারের একচোখা মনোভাব ও মামলা-হামলার কারণে নেতা-কর্মীরা খানিকটা কোণঠাসা। সাধারণ মানুষও মুখ খুলতে পারছে না। সঠিকভাবে ভোট প্রয়োগের সুযোগ দেওয়া হলে সব কটি আসনেই বিএনপি জয়ী হবে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বিষয়ে তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপিতে কোনো কোন্দল নেই। তবে ভুল বোঝাবুঝি থাকতে পারে। সেটা দলের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় থাকে না। তিনি বলেন, ‘আমাদের কর্মী সংকট নেই। পুলিশের ভয়ে নেতা-কর্মীরা একটু চেপে আছেন। তা ছাড়া নতুন কর্মী সংগ্রহের কাজ চলছে।’ দলে কোনো স্থবিরতা নেই দাবি করে কামরুজ্জামান রতন বলেন, ‘সাত সদস্যের কমিটি দিয়েই আমাদের কার্যক্রম চলছে। পূর্ণাঙ্গ কমিটি হলে হয়তো নেতা-কর্মীরা আরও চাঙ্গা হতেন।’ তিনি বলেন, ‘বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। আমরা যদি দলীয় সভা-সমাবেশ ঠিকভাবে করতে পারতাম তাহলে বোঝা যেত জনপ্রিয়তা কমেছে কিনা। আর কর্মীর চেয়ে নেতা এখন সব দলেই বেশি।’ তিনি আরও বলেন, ‘বর্তমান স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখে দলকে নেতৃত্বশূন্য করতে চায়। তবে তাদের এ স্বপ্ন কোনো দিন বাস্তবে রূপ নেবে না। আমরা অচিরেই খালেদা জিয়াকে মুক্ত করে আনব।’

সর্বশেষ খবর