শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাঙামাটিতে এক সপ্তাহে হামে ছয় শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে এক সপ্তাহে হাম রোগে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন- রোহিনা ত্রিপুরা (৮), সাগরিকা ত্রিপুরা (১১), কোহেন ত্রিপুরা (৩), বিশান ত্রিপুরা (২), ক্লাই ত্রিপুরা (২) ও মনে ত্রিপুরা (১ বছর ৫ মাস)। এ রোগে আক্রান্ত রয়েছে আরও ১০৭ জন। বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের শিয়ালদহ মৌজার তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে রাঙামাটি সিভিল সার্জেন ডা. বিপাস খীসা জানিয়েছেন।

রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেশে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে রাঙামাটির সাজেকে ভয়াবহ হয়ে উঠেছে হাম রোগ। এক সপ্তাহের ব্যবধানে হাম রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ছয় শিশু। এ রোগে আক্রান্ত সাজেকের তিন গ্রামের আরও ১০৭ শিশু। দুর্গম অঞ্চল সাজেকে তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় অনেকটা বিনা চিকিৎসাই এসব শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারদের। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, সাজেক ইউনিয়নের অরুণপাড়া, নিউথাংপাড়া ও হাইচপাড়ায় কয়েকদিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানান, হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা অসুস্থ হচ্ছে। জরুরি মেডিকেল টিম  পাঠানো হয়েছে। বিজিবির সহযোগিতায় সেখানে হেলিকপ্টারে আরেকটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হবে। সাজেক ইউনিয়নের স্থানীয় গ্রাম প্রধান জৈপুতাং ত্রিপুরা জানান, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় সাজেকের মানুষ বেশি সুবিধা বঞ্চিত। বিভিন্ন সময় সাজেকবাসীকে পড়তে হয় খাদ্য সংকটে। এছাড়া চিকিৎসা সুব্যবস্থা না থাকায় বিভিন্ন রোগে তারাই বেশি আক্রান্ত হয়েছেন। ২০১৫ সালের মে মাসে পানিবাহিত রোগে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে সাতজন প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ খবর