রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

শ্রমিক-কর্মচারীদের বেতন নিশ্চিত হোক

-আবদুল মাতলুব আহমাদ

শ্রমিক-কর্মচারীদের বেতন নিশ্চিত হোক

করোনাভাইরাসের প্রভাবে যেসব ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন সরকারি সহায়তায় কমপক্ষে তিন মাস নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাতের ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সুবিধা দিতে হবে। ব্যবসায়ীদেরও সুস্থ রাখার ব্যবস্থা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এফবিসিসিআইর  সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, সরকার ইতিমধ্যে ব্যবসায়ীদের কিছু সহায়তা দিয়েছে। রপ্তানিকারকদের আরও সহায়তা দিতে হবে। শুধু ব্যাংকিং সুবিধা নয়, সবকিছু ঋণ করলে হবে না। নিটল-নিলয় গ্রুপের এই চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত আমদানিতে শিল্পের কাঁচামাল ঘাটতি হয়নি। তবে বাংলাদেশের উন্নয়ন এবং বাণিজ্যের অন্যতম অংশীদার চীন ও ভারত থেকে পণ্যের আমদানি উৎস বন্ধ হলে আমাদের কারখানাও বন্ধ করতে হবে। এমন পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমিক-কর্মচারীদের বেতন, যাদের কোনো সঞ্চয় নেই, তাদের জন্য তিন মাসের বেতন সরকারকে দিতে হবে। এই বেতন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়া যেতে পারে। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতি জীবনে দেখিনি। এই সংকটে অর্থনীতি  ও ব্যবসা- বাণিজ্যের ক্ষতি হবে। জনগণেরও কষ্ট অনেক বাড়বে বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক এই সভাপতি।

সর্বশেষ খবর