রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাস নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ১০

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে করোনাভাইরাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লাবলু মোল্যা (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ১০ জন। নিহত লাবলু মোল্যা ভবদিয়া গ্রামের মৃত অখেল উদ্দীনের ছেলে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফ উজ জামান বলেন,  করোনাভাইরাস নিয়ে গত বুধবার স্থানীয় খালেক ফকির গ্রুপের সঙ্গে নিহতের ভাই মান্নানের তর্ক হয়। বিষয়টি আগামী ২৭ মার্চ বরাট ইউপি চেয়ারম্যানের শালিসের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার কথা থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকালে ভবদিয়া গ্রামে জোনার দোকানে লাবলু মোল্যা চা পান করতে এলে খালেক ফকিরের সঙ্গে ফের তার কথাকাটাকাটি হলে কাঠের বাটাম দিয়ে লাবলু মোল্যার মাথায় আঘাত করেন খালেক। এতে গুরুতর আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন লাবলু। এ ঘটনায় বরাট ইউনিয়নের খালেক ফকিরের ছেলে সোহাগ ফকির (২০), মাছের ফকিরের ছেলে খালেক ফকির, মনসের আলীর ছেলে ছালেক আলী (৩৮), খালেক ফকিরের স্ত্রী হাসি ফকির (৪০), তোরাপ আলীর ছেলে আরোজ আলী (৪৫)-কে আটক করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লাবলু মোল্যার দাফনের পর থানায় মামলা হবে।

সর্বশেষ খবর