শিরোনাম
রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে পুলিশি নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম মনিরুজ্জামান হাওলাদার (৫০)। গতকাল সকালে তিনি মারা যান। যদিও উত্তরখান থানা অভিযোগ অস্বীকার করছে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানসহ কয়েকজন মিলে পাঁচজনকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করেন। মনিরুজ্জামানকে কোন মারধর করা হয়নি। তিনি সম্ভবত হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

পরে স্বজনদের সহযোগিতায় তাঁকে ধরাধরি করে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত মনিরুজ্জামানের বড় ভাই মো. জাকির হাওলাদার অবশ্য দাবি করেছেন, পুলিশের নির্যাতনে তাঁর ভাই মারা যান। পুলিশ তাদের বাসায় এসে মনিরুজামানকে মারধর করে টেনেহিঁচড়ে ভবনের চারতলায় নিয়ে যায়। সেখানে তিনি অচেতন হয়ে পড়েন। তিনি আরও বলেন, তাঁর ভাই আসামি ছিল না।

সর্বশেষ খবর