সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
এজেন্টের সাক্ষাৎকার

নিরপেক্ষতার জন্য সিলেটে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নিরপেক্ষতার জন্য সিলেটে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিন কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলে না। নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলে। এ জন্য সিলেটে সকল শ্রেণির পাঠকের প্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। সংবাদপত্রের বর্তমান সংকটময় সময়ে অন্যান্য পত্রিকার সার্কুলেশন কমলেও নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার জন্য বাংলাদেশ প্রতিদিনের ওপরে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বরং দিন দিন কাটতি বাড়ছে পত্রিকাটির। বাংলাদেশ প্রতিদিন নিয়ে এমন মূল্যায়ন সিলেটের সংবাদপত্রের অন্যতম এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের পরিচালক ইসমাইল হোসেনের। সিলেটে বাংলাদেশ প্রতিদিনের অবস্থান ও সংবাদপত্রের কাটতির বর্তমান অবস্থা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশ প্রতিদিন পাঠকের কাছে কেন এত প্রিয় এমন প্রশ্নের জবাবে ইসমাইল হোসেন আরও বলেন, পত্রিকাটির কলেবর ছোট হলেও দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদই গুরুত্ব দিয়ে ছাপা হয়। পত্রিকাটিতে অল্প কথায় সংবাদের সারমর্ম তুলে ধরা হয়। এতে সংবাদ পাঠে পাঠকদের সময় বাঁচে। উপ-সম্পাদকীয় ও ফিচার পাতা নিয়েও পাঠকদের আলাদা চাহিদা রয়েছে। দেশবরেণ্য লেখকদের পাশাপাশি দেশের নানা অসঙ্গতি নিয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের ক্ষুরধার লেখনীরও ভক্ত অনেক পাঠক। তাদের লেখার জন্য অনেক পাঠক বাংলাদেশ প্রতিদিন বাসাবাড়ি ও অফিসে রাখেন। নতুন প্রজন্মের পাঠকের কাছে রকমারি পাতাটি খুবই সমাদৃত। বিভিন্ন বিষয় নিয়ে পাতাটি সাজানো হয়। এতে পাঠকরা জানা-অজানা অনেক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারেন। ইসমাইল হোসেনের মতে, দেশের প্রথম শ্রেণির সংবাদপত্রগুলোর বেশির ভাগেরই গ্রহণযোগ্যতা একেকটি শ্রেণির পাঠকের কাছে সীমাবদ্ধ। কিন্তু বাংলাদেশ প্রতিদিনই একমাত্র পত্রিকা যা সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে সমাদৃত। যে কারণে সিলেট মহানগরী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন পাঠকপ্রিয়তা অর্জন করে সার্কুলেশনের দিক দিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ প্রতিদিনের নিরপেক্ষ অবস্থানের কথা তুলে ধরতে গিয়ে পাঠকের বরাত দিয়ে ইসমাইল হোসেন বলেন, অনেক পত্রিকার রাজনৈতিক অবস্থান একপেশে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন যেভাবে সরকারের ব্যর্থতা নিয়ে কড়া সমালোচনা করে ঠিক একইভাবে সরকারের সফলতা ও উন্নয়ন নিয়ে ফলাও করে সংবাদ পরিবেশন করে। এতে পত্রিকাটির আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে পাঠকমহলে। দলনিরপেক্ষ পত্রিকা হিসেবে তাই বাংলাদেশ প্রতিদিনকে পাঠকরা শীর্ষেই রেখেছেন।

সর্বশেষ খবর