বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের চাহিদা বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক, যশোর

বাংলাদেশ প্রতিদিনের চাহিদা বাড়ছেই

সব পত্রিকার সার্কুলেশন যখন পড়তির দিকে, তখনো যশোরে বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যা দিন দিন বাড়ছেই। কয়েক বছর ধরেই যশোরে শীর্ষস্থানে বাংলাদেশ প্রতিদিন। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থানে থাকা পত্রিকাগুলোর প্রচার সংখ্যার মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। যশোরের প্রধান পত্রিকা এজেন্ট মেসার্স আনোয়ার আলম ব্রাদার্স ও মেসার্স এজাহার আলীর স্বত্বাধিকারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। শহরের প্রাণকেন্দ্র দড়টানা হাসপাতাল মোড়ের মেসার্স এজাহার আলীর স্বত্বাধিকারী এজাহার আলী বলেন, তার অধীনে থাকা ৭৩ জন হকার প্রতিদিন ৪ হাজার ১৩০ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। প্রতি মাসে বাংলাদেশ প্রতিদিনের বিক্রি ১০০ কপি করে বাড়ছে। শহরের ঈদগাহ মোড়ে মেসার্স আনোয়ার আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী আনোয়ার আলম বলেন, তার অধীনে থাকা ৪০ জন হকার প্রতিদিন ২ হাজার ৪০০ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। চাহিদা প্রতিদিনই বাড়ছে। আনোয়ার আলম বলেন, আগে একটা অভিযোগ ছিল, বাংলাদেশ প্রতিদিন যশোরে দেরিতে পৌঁছায়। কিন্তু বগুড়া থেকে ছাপা শুরু হওয়ার পর ভোর ৬টার আগেই পত্রিকাটি যশোর শহরে পৌঁছে।

সর্বশেষ খবর