রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

মশার কয়েলের আগুনে মা ও দুই সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কল্পনা বেগম (৩২), তার মেয়ে জান্নাত আক্তার (১২) ও ছেলে কাউসার হোসেন (১০)। গতকাল ভোর সোয়া ৪টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের ডি ব্লকের ১৬ নম্বর রোডের ১০ নম্বর বাসার পাশেই মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত কল্পনার ভাই ইকবাল জানান, বস্তির একটি টিনশেড ঘরের এক কক্ষে তিনি, অন্যটিতে কল্পনা ও তার দুই সন্তান এবং আরেক কক্ষে অন্য একটি পরিবার থাকে। ভোরের দিকে হঠাৎ কল্পনার কক্ষে আগুন লাগে। আগুনের তাপ আমাদের কক্ষে ও পাশের আরেক কক্ষে পৌঁছালে আমরা বিষয়টি টের পাই। তখন যে যার মতো নিরাপদ স্থানে চলে গেলেও কল্পনা ও তার দুই সন্তান বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কল্পনার কক্ষ থেকে কল্পনার ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি ইকবাল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। পল্লবী থানার এসআই শফিয়ার রহমান জানান, তার ধারণা, হিটার থেকে এই আগুনের সূত্রপাত। আগুন  নেভানোর পর তিনি ওই কক্ষে ঢুকে হিটারের অংশবিশেষ কল্পনার গলায় পেঁচানো অবস্থায় পেয়েছেন। হিটারের মাটির অংশবিশেষ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। নিহত তিনজনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকালই কালশী কবরস্থানে কল্পনা ও তার দুই সন্তানকে পাশাপাশি সমাহিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, কল্পনার স্বামীর নাম জুলফিকার আলী। কল্পনা জুলফিকারের দ্বিতীয় স্ত্রী। ঘটনার সময় জুলফিকার প্রথম স্ত্রী নিয়ে কাছেই অন্য একটি বাসায় ছিলেন। কল্পনার গ্রামের বাড়ি শরিয়তপুর।

সর্বশেষ খবর