শিরোনাম
রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ডিম পেড়েছে সুন্দরবনের বাটাগুর কচ্ছপ

বাগেরহাট প্রতিনিধি

ডিম পেড়েছে সুন্দরবনের বাটাগুর কচ্ছপ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘বাটাগুর বাচকা’ কচ্ছপ ২১টি ডিম পেড়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বাটাগুর বাচকা প্রজনন এলাকার ভিজা মাটিতে এই মা কচ্ছপটি এক-এক করে ২১টি ডিম পাড়ে। পরে এসব ডিম বাচ্চা জন্মাতে বালুর মধ্যে ইনকিবেশনে রাখা হয়েছে। ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে বলে আশা করা হচ্ছে। এর আগে এই প্রজনন কেন্দ্রে গত ১০ মার্চ বিলুপ্তপ্রায় প্রজাতির আরও একটি বাটাগুর বাচকা কচ্ছপ রেকর্ড সংখক ৩৬টি ডিম পাড়ে। ওই ডিম থেকেও বাচ্চা জন্মাতে বালুর মধ্যে ইনকিবেশনে রাখা হয়েছে। এই কেন্দ্রে আরও ২টি বিলুপ্তপ্রায় প্রজাতির বাটাগুর বাচকা শিগগিরই ডিম পাড়বে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ। দৃষ্টি আর্কষণ করা হলে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুন্দরবনসহ বিশ্ব থেকে হারিয়ে যেতে বসা বিলুপ্তপ্রায় প্রজাতির ‘বাটাগুর বাচকা’ কচ্ছপ রক্ষায় বন বিভাগ ও দেশ-বিদেশের কয়েকটি সংগঠন ২০১৪ সাল থেকে করমজলে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করে কাজ শুরু করে। পরে তারা কয়েকটি পুকুর খননসহ শেড তৈরি করে আলাদা বাটাগুর বাচকা প্রজনন এলাকা গড়ে তোলেন। বর্তমানে সেখানে কয়েকটি কচ্ছপ লালন পালন করা হচ্ছে।

সর্বশেষ খবর