শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনাভাইরাসের থাবা

ব্রিটিশ এয়ারওয়েজে ৩৬ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এতে ক্ষতির মুখে পড়েছে বিমান শিল্প। এই পরিস্থিতিতে ব্রিটিশ এয়ারওয়েজ প্রায় ৩৬ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। সূত্র : বিবিসি। খবরে বলা হয়েছে, করোনায় সৃষ্ট বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীদের ইউনিয়নের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় ধরে আলাপ-আলোচনা করেছে। আর এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের অর্থ হলো- ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, ইঞ্জিনিয়ার এবং প্রধান কার্যালয়ে কর্মরত ৮০ শতাংশ পর্যন্ত কর্মীর চাকরি স্থগিত করা হবে।

এই সিদ্ধান্তটি গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সব কর্মীর ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর