শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

২১ বাংলাদেশিসহ ৯৬০ বিদেশির ভিসা বাতিল করল ভারত

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত সরকার গতকাল গভীর রাতে ২১ বাংলাদেশিসহ ৯৬০ বিদেশির পর্যটন ভিসা বাতিল করে কালো তালিকাভুক্ত করেছে। এই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যুইট করে জানিয়েছেন, বিদেশিদের অনুরোধক্রমে বিশেষ বিমানে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। বাংলাদেশ ইতিমধ্যে ভারত সরকারের কাছে এ ধরনের অনুরোধ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতি বিচার করে পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ভারতে প্রায় ৫০০ বাংলাদেশি বিভিন্ন শহরে আটকে রয়েছেন। যারা দিল্লিতে নিজামুদ্দিন দরগায় তাবলিগে এসেছিলেন, তাদের মধ্যে অনেকের দেহে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে।              বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় নয় হাজার ব্যক্তি ওই তাবলিগে যোগ দেওয়ার জন্য পর্যটন ভিসা নেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ নিজেই ট্যুইট করেছেন যে পর্যটন ভিসা নিয়ে আসার পর ধর্মীয় সভায় যোগ দেওয়া নিয়মবিরুদ্ধ।

সর্বশেষ খবর