শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৫০ হাজার কোটি টাকার তহবিল করা প্রয়োজন

-আবুল কাশেম খান

৫০ হাজার কোটি টাকার তহবিল করা প্রয়োজন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, সরকার এ পর্যন্ত যা করেছে তা শুধু রপ্তানিমুখী শিল্পের জন্য প্রযোজ্য। কিন্তু অর্থনীতির বিরাট অংশজুড়ে রয়েছে শিল্প খাত ও এসএমই খাত। ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যের ওপরও বিপুলসংখ্যক জনগোষ্ঠীর জীবন-জীবিকা নির্ভরশীল। ফলে শুধু একটা খাতকে সুরক্ষা দিলে তো অর্থনীতির রক্ষা হবে না। এজন্য একটি সর্বজনীন নীতি গ্রহণ করতে হবে। তার অধীনে একটি তহবিল গঠন করতে হবে। বড় বড় অর্থনীতির দেশগুলো তো তাদের জিডিপির ১০ শতাংশ ধরে তহবিল গঠন করেছে। কিন্তু আমাদের সামর্থ্য কম। এজন্য আমরা বলছি, অন্তত বাজেটের ১০ শতাংশ ধরে ৫০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা প্রয়োজন। সেখান থেকে সুদবিহীন ঋণ দিয়ে সহায়তা দেওয়ার কথা আমরা বলে আসছি। একইভাবে ঋণের কিস্তিগুলোকে ছোট করে লম্বা সময়ের জন্য ঋণ পরিশোধের ব্যবস্থার কথা বলছি। এটা আমরা ইতিমধ্যে সরকারের কাছে লিখিতভাবে প্রস্তাব দিয়েছি। কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্য ধরে রাখতে হলে এ মুহূর্তে এর কোনো বিকল্প নেই। অন্যথায় করোনা- পরবর্তী আমাদের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সংকট আরও প্রকট হবে। যার ফলে দেশে বেকারের সংখ্যা হুহু করে বাড়বে। এজন্য পরবর্তী বাজেট করার সময় এসব খাতের বরাদ্দও বাড়াতে হবে বলে তিনি মনে করেন। তবে ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদেরও কোনোভাবে অগ্রাহ্য করা যাবে না। এজন্য আমরা ইতিমধ্যে জেলাভিত্তিক ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করছি; যার মাধ্যমে খুব সহজেই চিহ্নিত করা যাবে কাদের কী ধরনের সহায়তা করা প্রয়োজন।

সর্বশেষ খবর