রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শিল্প খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়বে

ড. সালেহ উদ্দিন আহমেদ

শিল্প খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়বে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সিঙ্গেল ডিজিট সুদহারের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে এটি একটি ভালো খবর। এটি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়াবে। এমনিতেই বর্তমানে করোনাভাইরাসের কবলে সারা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। এ থেকে বাংলাদেশও মুক্ত নয়। আমাদের সব ধরনের ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ থেমে গেছে।’ কিন্তু করোনা-পরবর্তী সময়ের এ সিদ্ধান্ত খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। সাবেক এই গভর্নর বলেন, সামনের দিনগুলোর সংকট মোকাবিলা করতে  হলে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অন্তত ১৬ থেকে ১৭ শতাংশে নিতে হবে। অথচ বর্তমানে এটা ১০-এর নিচে নেমেছে। ফলে সিঙ্গেল ডিজিট সুদহারের সিদ্ধান্ত এতে ইতিবাচক প্রভাব ফেলবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিছু সিদ্ধান্তও নিয়েছে। তবে সবার আগে ব্যাংকিং খাতে তারল্যের পরিমাণ বাড়াতে হবে। আর এর জন্য ব্যাংকগুলোর দৈনন্দিক বিধিবদ্ধ জমার হার (এসএলআর) আরও কমিয়ে আনা প্রয়োজন। তাহলে ব্যাংকগুলোতে তারল্য বাড়বে, যা সংকটকালে উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশের উদ্যোক্তা ও শিল্প বাঁচাতে হলে বৃহৎ শিল্পের পাশাপাশি সবার আগে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম (এমএসএমই) খাতকে অগ্রাধিকার দিতে হবে। এ খাতেও ঋণ প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে সিঙ্গেল ডিজিটের সিদ্ধান্ত। করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধাদের জন্য কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিতে হবে। এ জন্য নজর দিতে হবে যেন নতুন করে কেউ বেকার না হয়ে পড়ে। আর এর জন্য উদ্যোক্তাদের প্রয়োজন হবে স্বল্প সুদের ঋণ। যদিও ৯ শতাংশ স্বল্প সুুদ নয়, এর পরও এটা বেশ কার্যকর হবে। কেননা এর আগে ব্যাংকগুলোতে শিল্প খাতের ঋণের সুদহার ছিল অনেক উচ্চ। ফলে সামগ্রিকভাবে এ সিদ্ধান্ত অর্থনীতি, ব্যবসা-বিনিয়োগে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর