রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত শিল্পের জন্য সহায়ক হবে

রুবানা হক

ক্ষতিগ্রস্ত শিল্পের জন্য সহায়ক হবে

বিজিএমইএ সভাপতি ও মোহাম্মদী গ্রুপের কর্ণধার রুবানা হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে আমরা দীর্ঘদিন ধরে ব্যাংকের সুদহার নিয়ে কথা বলে আসছি। এত বেশি উচ্চ সুদ আর কোথাও নেই। সরকারও এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার পর অবশেষে তা কার্যকর হয়েছে। বহু সময়ক্ষেপণের পর শেষ পর্যন্ত ১ এপ্রিল থেকে এর বাস্তবায়ন শুরু হয়েছে। এটি আমাদের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। ব্যাংকগুলো ঠিকঠাকমতো এ নির্দেশনা বাস্তবায়ন করে বিপর্যস্ত শিল্প খাতকে বাঁচাতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। যদিও এ মুহূর্তে করোনাভাইরাসের কবলে দেশের অর্থনীতি থেমে গেছে। বিশ্ব পরিস্থিতিতেও বিপর্যয় বিরাজ করছে। ফলে আমাদের রপ্তানি আদেশ প্রতিদিনই বাতিল হচ্ছে। কিন্তু আমাদের বিশ্বাস, এই অচলাবস্থা কেটে গেলে বিশ্বব্যাপী আমাদের বাজার আবার খুলবে। তবে তা ধরা হয়তো সহজ হবে না। এ জন্য এখন থেকেই কাজ করতে হচ্ছে। বিশ্বব্যাপী বিকল্প রপ্তানিপণ্য হিসেবে মেডিকেল সরঞ্জাম রপ্তানির ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি। এগুলো পোশাক খাতেরই অংশ।’ তিনি বলেন, ‘এ মুহূর্তে ব্যাংগুলোতে কিছুটা তারল্য সংকটও রয়েছে, যা ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কিছু উদ্যোগ নিতে হবে, যা তারল্য সংকট দূর করবে। কেননা তারল্য সংকট থাকলে সিঙ্গেল ডিজিট সুদহারের সিদ্ধান্ত বাস্তবায়নের শতভাগ সুফল পাওয়া যাবে না। ধরুন সুদহার কমালেন কিন্তু ব্যাংকে টাকা নেই। ফলে ব্যাংকগুলো ঋণ দিতে পারছে না। তাহলে তো কোনো লাভ হবে না। ফলে আমরা বলছি এ সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকগুলোর তারল্য সংকট দূর করা অত্যন্ত জরুরি। আর এর জন্য বাংলাদেশ ব্যাংককেই কার্যকর উদ্যোগ নিতে হবে।’

সর্বশেষ খবর