রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লন্ডভন্ড শিক্ষাসূচি, বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস

আকতারুজ্জামান

লন্ডভন্ড শিক্ষাসূচি, বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস

করোনাভাইরাসের সংক্রমণের ফলে পুরো শিক্ষাব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। লন্ডভন্ড হয়ে গেছে শিক্ষাসূচি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষার বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত হয়ে গেছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতিতে সরকার সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস পরিচালনা করছে। শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অনলাইনে ক্লাস পরিচালনা করছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিংসহ নানা গুরুত্বপূর্ণ কর্মকান্ড সম্পন্ন করছে ভারচুয়াল মাধ্যমেই। স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় বন্ধকালীন শিক্ষার্থীদের নিজ বাসা-বাড়িতে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক ক্লাস, কুইজ, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনও পরিচালনা করছে অনলাইনেই। ফলে বাসা-বাড়িতে থেকেই ক্লাসে অংশ নিতে পারছেন ছাত্রছাত্রীরা। অনলাইনে পাঠদান পদ্ধতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে অনলাইনে চলছে শিক্ষাদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মাইক্রোসফট টিমের ইন্টারঅ্যাকশন ক্লাসরুম সলিউশনের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে এখানে। অনলাইনে ক্লাস কার্যক্রম শুরুর আগে শিক্ষকদের সমন্বয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। লেকচার প্রদানের ক্ষেত্রে শিক্ষকের ল্যাপটপের ক্যামেরা ও সাউন্ড অন থাকে। কিন্তু শিক্ষার্থীদের শুধু স্পিকার অন থাকে। কোনো প্রশ্ন থাকলে চ্যাটবক্সে মেসেজ দিতে পারেন শিক্ষার্থীরা। অনলাইনে  ক্লাস কার্যক্রম পরিচালনা করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শিক্ষক ও শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের জন্য ‘গুগল ক্লাসরুম’, কুইজের জন্য ‘কাহুত ডটকম’ এবং লাইভ ক্লাসের জন্য ‘গুগল মিট’ প্লাটফর্ম ব্যবহার করে অনলাইনে ক্লাস পরিচালনা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. রমজান আলী বলেন, ‘গুগল মিটসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ক্লাস নিচ্ছি। আমরা চাই করোনার প্রভাব দীর্ঘস্থায়ী হলেও শিক্ষার্থীরা যেন সেশনজটের সম্মুখীন না হয়।’ অনলাইনে ভারচুয়াল পাঠদান কার্যক্রম চালু রয়েছে নর্দান বিশ্ববিদ্যালয়েও। গুগল ক্লাসরুম ডটকম ব্যবহার করে ‘জয়েন ক্লাস’ অপশনে ক্লিক করেই তারা এ ক্লাসে অংশ নিচ্ছেন। নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘অনেক আগেই আমরা ডিজিটাল ক্যাম্পাস ঘোষণা দিয়েছি। তাই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষাদান কার্যক্রম বন্ধ নেই। সাময়িক বা দীর্ঘমেয়াদি সময়ে ক্যাম্পাস বন্ধ থাকলেও ছাত্রছাত্রীরা যেন সেশনজটের সম্মুখীন না হয়।’ অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে প্রতিটি ক্লাস লেকচার আপলোড থাকছে। শিক্ষার্থীরা সেখান থেকেও প্রয়োজনমতো পাঠ নিতে পারছেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশেও চলছে অনলাইনে একাডেমিক কার্যক্রম। গুগল ক্লাসরুম ওয়েবসাইটে ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন ক্লাসে জয়েন করছেন শিক্ষার্থীরা। স্মার্টফোনে অ্যাপস ডাউনলোড করে যে কোনো স্থান থেকে শিক্ষার্থীরা এ ক্লাসে অংশ নিতে পারছেন। বিশ্ববিদ্যালয় বন্ধের দিনগুলোতে সব কার্যক্রম অনলাইনে পরিচালনা এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ই-সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে সংযুক্ত হয়ে একাডেমিক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে। এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পিছিয়ে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২০-এর ফল প্রকাশ। আগামী ৭ মে থেকে ৯ মের মধ্যে এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করার প্রস্তাব ছিল। এ ছাড়া এপ্রিলের শেষ দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটিও পিছিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে। পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আনতে কয়েক বছর ধরে যথাসময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষা গ্রহণ ও পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। রীতি অনুযায়ী, মে মাসের প্রথম দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তবে করোনাভাইরাসের কারণে এ বছর মে মাসের প্রথমে এসএসসির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর