রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঝুঁকির মুখে মুদ্রণ ও কাগজশিল্প

সহানুভূতি কামনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের মুদ্রণ ও কাগজশিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। দেশের ৭ হাজার মুদ্রণ ও কাগজশিল্প বন্ধ থাকায় কয়েক লাখ মানুষের জীবিকার পথ রুদ্ধ হয়ে গেছে। পাশাপাশি পাঠ্যপুস্তক, রপ্তানিমুখী ওষুধ, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পের হ্যান্ডট্যাগ, লেভেল, কার্টনসহ প্রয়োজনীয় এক্সেসরিজ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ প্রেক্ষাপটে ‘মুদ্রণশিল্প’ ও এর প্রধান কাঁচামাল ‘কাগজশিল্প’ রক্ষায় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি। গতকাল সমিতির চেয়ারম্যান শহিদ সেরনিয়াবাদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেন।

বিবৃতিতে মুদ্রণশিল্প নেতারা বলেন, বাংলাদেশের বিকাশমান ছোটবড় প্রায় ৭ হাজার মুদ্রণ প্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪ লাখ কর্মজীবী মানুষ করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন অবস্থায় ঘরে অন্তরিন। একই সঙ্গে এ শিল্পের প্রধান কাঁচামাল কাগজ সরবরাহকারী ৮০টি শিল্পপ্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক লাখ কর্মজীবী মানুষের একই অবস্থা। বাংলাদেশের মুদ্রণ প্রতিষ্ঠানসমূহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বৃহত্তম গণমুখী কর্মসূচি- প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত দেশের সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে শিক্ষাবর্ষের প্রথম দিনেই মানসম্মত পাঠ্যপুস্তক ২০১০ সাল থেকে যথাসময়ে পৌঁছে দিচ্ছে। এর জন্য প্রয়োজনীয় মুদ্রণ কাগজ দেশীয় কাগজ মিলগুলো জোগান দিচ্ছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের ব্যবহৃত হ্যান্ডট্যাগ, লেভেল, কার্টনসহ প্রয়োজনীয় সব এক্সেসরিজ, দ্বিতীয় রপ্তানিপণ্য ওষুধশিল্পের জন্য প্রয়োজনীয় প্যাকেট, টেক্সট কার্টন, অন্যান্য রপ্তানিযোগ্য চামড়াজাত পণ্য, ফ্রোজেন ফিশ, চাসহ দেশে ব্যবহার্য সব মুদ্রণসামগ্রীর জোগান দিচ্ছে। এর জন্য প্রয়োজনীয় প্রধান কাঁচামাল দেশীয় কাগজ মিলগুলো সরবরাহ করছে। প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে অন্যান্য শিল্প ও রপ্তানিমুখী শিল্পের মতো মুদ্রণ ও কাগজশিল্প স্থবির ও আর্থিক ক্ষতির সম্মুখীন। এ অবস্থা আরও কিছুদিন চলতে থাকলে বিকাশমান মুদ্রণশিল্পের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়বে। প্রধানমন্ত্রীর সহানুভূতি চেয়ে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির নেতৃদ্বয় আরও বলেন, দেশ ও জাতির অবিচল অভিভাবক, দুঃখী মানুষের সর্বশেষ আশ্রয়স্থল জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের সব মুদ্রণ ও কাগজ প্রতিষ্ঠান এবং এ শিল্পের ওপর নির্ভরশীল কয়েক লাখ কর্মজীবীর জন্য গার্মেন্টসহ অন্যান্য শিল্পের মতো সহানুভূতিশীল পদক্ষেপ কামনা করছি।

সর্বশেষ খবর