সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কৃষি খাতে অর্থায়ন করতে হবে

-ওবায়েদ উল্লাহ আল মাসুদ

কৃষি খাতে অর্থায়ন করতে হবে

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেছেন, করোনাভাইরাসের এই দুর্যোগে ব্যাংকিং খাত সমস্যায় রয়েছে। সবকিছু বন্ধ হলেও ব্যাংক বন্ধ থাকে না। দেশের অর্থনীতির মূল কার্যক্রম পরিচালিত হচ্ছে ব্যাংক থেকে। তবে এই সংকট উত্তরণের ক্ষেত্রে ব্যাংকগুলো যদি খাদ্য উৎপাদন খাতে বিনিয়োগ অব্যাহত রাখে, পরিস্থিতি দ্রুত উন্নতি করা সম্ভব। রেমিট্যান্স, রপ্তানি কমে গেলেও আমাদের ব্যয়ও কমছে। ফলে সংকট দীর্ঘায়িত হবে না। বাংলাদেশ প্রতিদিনকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, বিশ্বব্যাপী করোনা দুর্যোগ চলছে। এতে ৫০ ডলারের তেল এখন ২০ ডলারের নিচে নেমে এসেছে। আমাদের রপ্তানি অনেক কমেছে। একই সময় রপ্তানিনির্ভর শিল্পের জন্য যে আমদানি করতে হতো, সেটিও বন্ধ। ফলে আয় কমেছে দেখা গেলেও ব্যয় কমছে। স্বাভাবিকভাবেই পরিস্থিতির উন্নতি হলে রপ্তানি খাতের বড় ধরনের উল্লম্ফন ঘটবে। এখন যারা অর্ডার বাতিল করেছে, তারা একসঙ্গে আবার ক্রয়াদেশ দেবে। তিনি বলেন, বিপুল পরিমাণ ক্রয়াদেশ দিলে সব প্রতিষ্ঠান সচল হয়ে উঠবে। এখন যারা গার্মেন্টশিল্প খুলে দেওয়ার পক্ষে, তারা সঠিক সিদ্ধান্ত নেননি। এই পরিস্থিতির মধ্যে এমন শ্রমঘন শিল্প বন্ধ রাখা উচিত। কারণ আশঙ্কা এখনো রয়েছে। ভাইরাস এখনো নিয়ন্ত্রণে আসেনি। আরও কয়েক দিন বন্ধ রাখলে কোনো ক্ষতি হবে না। এই ব্যাংকার বলেন, খাদ্য সরবরাহ সচল রাখতে হবে। আমাদের এই খাতে অর্থায়ন করে সমস্যা মোকাবিলা করা দরকার। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের কারণে ব্যাংকিং খাত খুব বেশি সংকটে পড়বে বলে আমরা মনে করি। কৃষিপণ্য পচনশীল হওয়ায় এগুলো কিনে বিতরণ করা উচিত। এতেও ব্যাংক অর্থায়ন করতে পারে। আমরা এমন একটি উদ্যোগ নিচ্ছি। তিনি বলেন, রেমিট্যান্স কমেছে। সেটি খুব কম সময়ের জন্য। পরিস্থিতির উন্নতি হলে সব দেশ থেকেই একসঙ্গে বিপুল পরিমাণ রেমিট্যান্স আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর