মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অহেতুক বের হওয়ায় ৩২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সরকারের ঘরে থাকার নির্দেশ অমান্য করে প্রমোদভ্রমণে বের হওয়ার অভিযোগে ৩২ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ফার্মগেট ও মিরপুর এলাকায় তাদের জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গতকাল ফার্মগেট এলাকায় র‌্যাব-২ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকার আটক করে এর যাত্রীকে জিজ্ঞাসা করলে বলেন, ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন। প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হওয়ার অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরেক ব্যক্তি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তার পকেটে জরিমানার টাকা না থাকায় বাসা থেকে টাকা এনে জরিমানার অর্থ পরিশোধের পর তার গাড়ি ছাড়া হয়েছে। এ ছাড়া প্রয়োজন ছাড়া বের হওয়ায় ২৩ জন মোটরসাইকেল চালককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এভাবে সর্বমোট ২৫ জনের কাছ থেকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, মোহাম্মদপুরের অলিগলিতে বেশ কয়েকজনকে আড্ডা দিতে দেখা যায়। তাদের সচেতন হওয়ার নির্দেশনা জানিয়ে দিয়ে বাসায় পাঠানো হয়। তবে তাদের জরিমানা করা হয়নি।

এদিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে র‌্যাব-৪ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত লকডাউন অবস্থায় বিনা কারণে বাইরে বের হওয়া ও অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় সাতজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সুনির্দিষ্ট কোনো কারণ বলতে না পারায় সাতজনকে জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর