বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মসজিদগুলোতে নির্দেশনা মেনেই নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

যথাসময়ে আজান হচ্ছে মসজিদে। কিন্তু আজানের পরপরই মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ঘরে নামাজ আদায়ের জন্য। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর পাড়া-মহল্লায় প্রতিটি মসজিদে পাঁচজন মোকতাদি নিয়েই নামাজ আদায় করছেন ইমাম সাহেবরা। সারা দেশের মসজিদগুলোতেও চিত্র ছিল এমনই। আজানের পর অনেক মুসল্লি বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করতে চাইলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

গত সোমবার (৬ এপ্রিল) মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক ৫ জন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন বলে সরকারি নির্দেশ জারি করা হয়। এতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে জনস্বার্থে অন্য মুসল্লি মসজিদের ভিতরে জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। অন্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এদিকে ঘরে নামাজ আদায়ের সরকারি সিদ্ধান্তকে যথার্থ ও সঠিক বলে তা মেনে চলার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষ আলেম-ওলামারা।

সর্বশেষ খবর