বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রাক নিবন্ধন ছাড়াই হজে যাওয়ার সুযোগ

নিবন্ধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর পবিত্র হজ পালনে নাম নিবন্ধনের সময় দ্বিতীয় দফা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ২৫ মার্চ আরেক দফা সময় বাড়ানো হয়েছিল। গতকাল (৮-এপ্রিল) ছিল নাম নিবন্ধনের শেষ দিন। যারা আগে ‘প্রাক-নিবন্ধন’ করেননি তারা এবার সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজ পালন করতে পারবেন। প্রাক-নিবন্ধন করেননি, কিন্তু হজে যেতে ইচ্ছুক যে কেউ কিংবা প্রাক-নিবন্ধন করেছেন কিন্তু চূড়ান্ত নিবন্ধন করেননি এমন সরকারি কর্মকর্তা, কর্মচারী চাইলে চূড়ান্ত নিবন্ধন করে চলতি বছর হজে যেতে পারবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ‘আগে আসলে আগে নিবন্ধন’ ভিত্তিতে প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক ৬ লাখ ৭২ হাজার ১৯৯ পর্যন্ত ব্যক্তিদের মধ্যে নিবন্ধন করে হজে যেতে পারবেন। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত সব প্রাক-নিবন্ধিত ব্যক্তিসহ হজ গমনেচ্ছু যে কোনো ব্যক্তি নতুনভাবে একইসঙ্গে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক ৬ লাখ ৭২ হাজার ১৯৯ পর্যন্ত ব্যক্তিদের মধ্যে ‘আগে আসলে আগে নিবন্ধন করা হবে’ ভিত্তিতে নিবন্ধন করতে পারবেন। পাসপোর্ট ভেরিফিকেশন (যাচাই) সুবিধার্থে আগামী ১৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে পাসপোর্ট দাখিল করতে হবে।  বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুক ব্যক্তি ১ লাখ ৫১ হাজার ৯৯৯ টাকা জমা দিয়ে নিবন্ধন করবেন। আপাতত কোনো অবস্থাতেই এর অতিরিক্ত টাকা জমা দেবেন না। কোনো এজেন্সি নিবন্ধনের জন্য এর অতিরিক্ত টাকা দাবি করলে তাৎক্ষণিক ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে জানাতে হবে। হজযাত্রী নিবন্ধনের সময় গৃহীত অর্থ, কোনো অবস্থাতেই এ পর্যায়ে হজ কার্যক্রম বাবদ বাংলাদেশে ব্যয় করা যাবে না এবং সৌদি আরবেও পাঠানো যাবে না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো এজেন্সি ব্যাংক  থেকে এ টাকা উঠিয়ে নিতে পারবে না। সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকদের এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় (নন-ব্যালটি) এক লাখ ২০ হাজার জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর