শিরোনাম
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউনের সময় বাড়াচ্ছেন মোদি, সব দলকে নিয়ে বৈঠক

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

লকডাউনের সময় বাড়াচ্ছেন মোদি, সব দলকে নিয়ে বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে চলমান লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে। গতকাল সর্বদলীয় ভিডিও বৈঠকে তিনি বলেন, ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলার কথা ছিল কিন্তু পরিস্থিতি বলছে কড়াকড়ি শিথিল না করাই উচিত। মোদি বলেন, কভিড-১৯-এর পরবর্তী জীবনযাত্রাও আগের মতো হবে না। তিনি নেতাদের উদ্দেশে বলেন, ‘এজন্য ব্যাপকভাবে আচরণমূলক, সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তন সাধন করতে হবে।’ করোনাভাইরাসের বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করতে মোদি এ বৈঠক ডেকেছিলেন। লকডাউন আরও বাড়ানো হবে কিনা-তা ঠিক করাও এ বৈঠকের উদ্দেশ্য ছিল। এ ছাড়া আগামী শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গেও দ্বিতীয় দফার বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন। গতকালের বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও গ্রামীণ বিষয়ক সচিবের তৈরি করা করোনাভাইরাস ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে এ নিয়ে মতামত ব্যক্ত করা হয়। জানা গেছে, বৈঠকে করোনাভাইরাস হটস্পটগুলো সিল করা এবং দেশের অন্যান্য অঞ্চলে সীমাবদ্ধতা কমিয়ে আনা, মন্ত্রীদের পরামর্শ অনুযায়ী স্কুল, কলেজ এবং ধর্মীয় স্থানগুলো আরও কয়েক সপ্তাহ বন্ধ রাখা, দেশে রেল, বাস, মেট্রো পরিষেবা আপাতত চালু না রাখা- ইত্যাদি বিষয় নিয়ে মতামত ব্যক্ত করা হয়। আলোচনার পর প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর ব্যাপারে অভিমত তুলে ধরেন। এ ভিডিও বৈঠকে কংগ্রেসের গোলাম নবী আজাদ, তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শিবসেনা নেতা সঞ্জয় রাউত যোগ দেন। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিরোধী নেতাদের ফোন করেন এবং এ বিষয়ে পরামর্শ চান। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রণব মুখার্জি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবেগৌড়ার সঙ্গেও মোদি এ নিয়ে কথা বলেন। এদিকে ভাইরাসের দ্রুত বিস্তার রুখতে এবং আগামী সপ্তাহগুলোতে এই সংক্রমণ আরও বাড়তে পারে বলে আগাম সতর্কতা হিসেবে অনেক রাজ্য লকডাউন সম্প্রসারণের আবেদন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর