শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সামাজিক নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে সেনা র‌্যাব পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সামাজিক নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে সেনা র‌্যাব পুলিশ

ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল ঠেকাতেও তারা ছিল তৎপর। সড়কে চেকপোস্ট বসিয়ে এদিন জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। এদিন সকাল থেকে রাজধানীর বাড্ডা, শান্তিনগর, পল্টন, জুরাইন, যাত্রাবাড়ী, রামপুরা, গুলশান, মিরপুর, সায়েদাবাদ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল লক্ষ্য করা গেছে। পাশাপাশি বিভিন্ন মোড়ে সেনা ও পুলিশের চেকপোস্ট ছিল নজরে পড়ার মতো। বিজয় সরণি মোড়ে সকাল থেকে প্রায় অর্ধশতাধিক যানবাহনের আরোহী ও চালকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের মধ্যে বেশ কজন বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ বলতে না পারায় ভর্ৎসনা করা হয়। এ ছাড়া কিছু মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বাজার-পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন। রাজধানীর মতো সারা দেশেই সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামে শুক্রবার জুমার নামাজ মসজিদেই আদায় করবে- এমন মানসিকতার মুসল্লিদের বাড়ি ফেরাতে তাদের সঙ্গে তর্কে না গিয়ে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশের এমন কৌশলের কাছে নতি স্বীকার করে বাড়ি ফিরে গেছেন মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য চেষ্টা করা মুসল্লিরা। মুসল্লিরা নিজেদের ভুলও বুঝতে পেরেছেন। টাঙ্গাইলের ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে র‌্যাব। টাঙ্গাইল শহরের প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের উপস্থিত নিশ্চিত করে স্বাস্থ্যসেবা চলমান করার জন্য ক্লিনিক মালিক ও স্টাফদের সঙ্গে কথা বলেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।

হবিগঞ্জে সরকারি আদেশ না মেনে বিনা কারণে রাস্তায় বের হওয়া জনসাধারণকে সতর্ক করে ঘরে থাকার আহ্বান জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা টহল দেন। চাঁপাইনবাবগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে পিনিক করতে যাওয়ার সময় মাইক্রোবাসসহ সাতজনকে আটক করে সেনাবাহিনী। এ ছাড়া জরুরি খাদ্য সহায়তা ব্যানার লাগিয়ে যাত্রী পরিবহনের অভিযোগে ট্রাকসহ চারজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের শান্তিমোড়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। সরকারি নির্দেশনা অমান্য করায় চুয়াডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় এসব আদালত পরিচালিত হয়। এতে সাতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করায় চুয়াডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৩১ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় এসব আদালত পরিচালিত হয়। এতে ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি খাবার হোটেল সিলগালা করে আদালত। করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এলাকাবাসীকে বাজারে নয়, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহীদ হাসান চত্বরে ভ্রাম্যমাণ ভ্যানে দ্রব্যসামগ্রী বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। গণজমায়েত রোধ ও শারীরিক দূরত্ব অনুসরণ না করাসহ দোকান খোলা রাখায় বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অবৈধ গণজমায়েত বন্ধ এবং শারীরিক দূরত্ব মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চট্টগ্রাম থেকে আসা এক বাসের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় এ কাজে সহায়তা করার জন্য একজনকে আটক করা হয়। গত বৃহস্পতিবার রাত ৯টায় বিজয়নগর উপজেলার হরষপুর খেয়াঘাট বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে সিরাজগঞ্জ মহাসড়কে কাজ করছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পরিবহন শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ। পণ্যবাহী পরিবহনে একের অধিক মানুষ থাকলে তাদের নামিয়ে দেওয়া হয়। এর আগে হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে এক জনসচেতনতা মহড়া দেওয়া হয়। এ ছাড়া সরকারি নির্দেশ অমান্য করে গণপরিবহন চলাচল ও মাইক্রোবাস-ট্রাকে যাত্রী পরিবহন করায় ২৪ পরিবহনের চালককে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের নেতৃত্বে মহাসড়কের হাটিকুমরুল চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে নরসিংদী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। গত বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে বেড়েছে পুলিশি তৎপরতা। ফাঁকা হয়ে গেছে পৌর শহরসহ অলিগলি। ফাঁকা ঢাকা-সিলেট মহাসড়ক। তবে উল্টো চিত্র ছিল নরসিংদীর চরাঞ্চলগুলোতে। সেখানে সাধারণ মানুষ লকডাউন মানছেন না। অনেক লোকজনকে চা স্টলসহ বিভিন্ন স্থানে একত্রে বসে আড্ডা দিতে দেখা গেছে। এদিকে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মালি জুয়েল মিয়ার করোনায় আক্রান্তের পর চিকিৎসক-নার্সসহ হাসপাতালজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

সর্বশেষ খবর