শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইউরোপের ১১০ নাগরিক ঢাকা ছাড়লেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আটকেপড়া ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল তারা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক এক বার্তায় জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ঢাকার জার্মান দূতাবাসের সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ত্যাগ করেছেন। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ বিমান ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ ও ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল বলেন, ইউরোপের নাগরিকদের একটি ফ্লাইট গতকাল দুপুর ১টা ৪৫ মিনেটে বিমানবন্দর থেকে নিজেদের দেশে রওনা হয়েছে। এর আগে গত সোমবার ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। গেল সপ্তাহে জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিক। আর দুই দফায় ৫৯১ জন মার্কিন নাগরিকও ঢাকা ছেড়েছেন। এ ছাড়া সপ্তাহখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি বিমান সে দেশের ২২৫ জন ও ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশগুলোর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও পরে তা ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়, এর পরে তা ১৪ এপ্রিল করা হয়।

সর্বশেষ খবর