শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনা নিয়ে গুজব

অর্ধশতাধিক ব্যক্তি র‌্যাবের নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক

করোনা নিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব সৃষ্টি করছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। মনে সন্দেহের সৃষ্টি করছে বলে এক ভিডিও বার্তায় র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম বলেন, এ পর্যন্ত এ ধরনের গুজব সৃষ্টিকারী বিভিন্ন জেলা থেকে ১০ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। করোনা নিয়ে গুজব সৃষ্টিকারী প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আমরা নজরদারিতে রেখেছি। বার বার বলছি এ ধরনের গুজব কেউ সৃষ্টি করবেন না। সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে ভিডিও বার্তায় তিনি বলেন, আপনাদের অনুরোধ করব, আপনারা যারা বোঝেন না, না বুঝে কোনো কিছু শেয়ার করবেন না, লাইক দেবেন না। আমরা সাইবার ভেরিফিকেশন সেল তৈরি করেছি। আপনারা যে কোনো তথ্য সত্য না মিথ্যা জানার জন্য আমাদের দিলে আমরা যাচাই করে বলতে পারব যে এটি সত্য না মিথ্যা। তিনি আরও বলেন, আমরা কিছুদিন আগে ফেসবুকে তিনটি ঘটনা পেয়েছিলাম রাস্তায়, লাশ পড়ে থাকা, মানুষ মরে পড়ে আছে- নিখুঁতভাবে মনিটরিং করে দেখি এগুলো মিথ্যে ঘটনা। সেগুলো আমাদের ভেরিফিকেশন সেলে তা আপলোড করেও দিয়েছি। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রচুর পরিমাণ রিলিফ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। কোনো কারণ ছাড়া যেন কেউ ঘরের বাইরে না থাকে সেজন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করছি। এখন যেন সবাই ঘরে থাকেন, কারণ এখন ঘরে থাকাই সব থেকে নিরাপদ। ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। যে কোনো সাহায্য, প্রয়োজনে আপনারা আমাদের কল করবেন আমরা আপনাদের কাছে চলে যাব।

সর্বশেষ খবর