রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চার কংগ্রেসওম্যান অভিবাসীদের পক্ষে

নিউইয়র্ক প্রতিনিধি

মার্কিন কংগ্রেসে তিন মুসলিমসহ চার কংগ্রেসওম্যান  (ডেমোক্র্যাট) এক যুক্ত বিবৃতিতে করোনাভাইরাসের কারণে ফেডারেল প্রশাসনের প্রদত্ত প্রণোদনাসহ বেকারভাতা অবৈধ অভিবাসীদের মধ্যেও বিতরণের আহ্বান জানিয়েছেন। ৯ এপ্রিল প্রদত্ত এই যুক্ত বিবৃতিতে মার্কিন কংগ্রেসে প্রগতিবাদী চিন্তা-চেতনা তথা ‘সমাজতান্ত্রিক-গণতান্ত্রিক’ হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান আয়ানা প্রেসলি (ম্যাসেচুসেট্স), কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব (মিশিগান), কংগ্রেসওমান ইলহান ওমর (মিনেসোটা) এবং আলেক্সান্দ্রিয়া অকাসিয়ো-করটেজ (নিউইয়র্ক) উল্লেখ করেছেন, ‘করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে অতি সম্প্রতি ২.৩ ট্রিলিয়ন ডলারের একটি বিল পাস হয়েছে। সেখানে অবৈধভাবে বসবাসরত সোয়া কোটি মানুষের প্রসঙ্গ নেই। অথচ তারা নিষ্ঠার সঙ্গে এই আমেরিকার উন্নয়ন ও কল্যাণে অবদান রেখেছেন।’ বিবৃতিতে বলা হয়, ‘এই সোয়া কোটি মেহনতি মানুষকেও করোনা-প্রণোদনার আওতায় এনে কংগ্রেসে নতুন একটি বিল শিগগিরই উত্থাপন করা হচ্ছে। এই বিলে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিতদের মধ্যে যারা কোনো ধরনের অপরাধে লিপ্ত নেই, তাদেরও প্রণোদনাসহ বেকারভাতা প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত হবে।’ বিবৃতিতে বলা হয়, বৈধ-অবৈধ নির্বিশেষে সবাই যাতে বিনা মূল্যে করোনাভাইরাসের চিকিৎসা পান সেটিও থাকবে ওই বিলে। মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব পৃথকভাবে ফেডারেল প্রশাসন তথা ট্রাম্পের সমীপে আহ্বান জানিয়েছেন অবিলম্বে প্রত্যেক নাগরিককে দুই হাজার ডলার মূল্যমানের ডেবিট কার্ড ইস্যুর জন্য। যারা অন্তত তিন মাস আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদেরও ডেবিট কার্ড প্রদানের অনুরোধ জানান রাশিদা। করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ওই কার্ডে এক হাজার ডলার করে বরাদ্দের প্রসঙ্গও রয়েছে।

প্রসঙ্গত, হোয়াইটহাউসের নিয়মিত প্রেস ব্রিফিংকালে ৮ এপ্রিল অবৈধ অভিবাসীদের জন্যও করোনা-প্রণোদনার অর্থ মঞ্জুর সম্পর্কিত এক প্রশ্নের জবাব অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বিষয়টি নিয়ে পরে কথা বলা যাবে। তবে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় কারোরই অভিবাসনের মর্যাদা নিয়ে প্রশ্ন করা হচ্ছে না।’ আরও উল্লেখ্য, রেস্টুরেন্ট, গ্রোসারি-সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোরসহ ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর অভিপ্রায়ে ২৫০ বিলিয়ন ডলারের আরেকটি ‘করোনা-পুনরুদ্ধার বিল’ শিগগিরই পাস হবে। এ বিলে মাথাপিছু প্রণোদনাসহ বেকারভাতা, সিটি এবং অঙ্গরাজ্য পরিচালিত হাসপাতালের চিকিৎসাসেবা ইত্যাদি খাতেও বিপুল অর্থের প্রস্তাব থাকবে। হাউসের ডেমোক্র্যাট-স্পিকার ন্যান্সি পেলসি এবং সিনেটে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা চাক শ্যুমার (ডেমোক্র্যাট-নিউইয়র্ক) এই নতুন প্রণোদনা-বিল (করোনাভাইরাস রিলিফ প্যাকেজ) নিয়ে অর্থমন্ত্রী স্টিভেন মুনুচিনের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে ১০ এপ্রিল প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে। এতে থাকবে ২.২ ট্রিলিয়ন ডলার। সিনেটর চাক শ্যুমার গণমাধ্যমকে জানান, রিপাবলিকানদের সঙ্গে দ্বিতীয় এ প্রণোদনা বিল নিয়ে সন্তোষজনক আলোচনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে কংগ্রেসে পাস হয়েছে ‘করোনা এইড, রিলিফ, অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি অ্যাক্ট’ নামে একটি পুনরুদ্ধার বিল। সে অনুযায়ী এককভাবে ৭৫ হাজার ডলার বার্ষিক আয়কারী পাবেন এককালীন ১২০০ ডলার করে। একই সঙ্গে বেকারভাতা হিসেবে পাবেন ৬০০ ডলার করে। স্বামী-স্ত্রী একত্রে ১৫০ হাজার ডলার আয়কারী পরিবারের দুই প্রধান পাবেন ২৪০০ ডলার এবং সন্তানরা পাবেন ৫০০ ডলার করে। সামনের সপ্তাহেই এ অর্থ সবার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এই বিধি অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ী ছাড়াও এয়ারলাইনস কোম্পানিগুলোও মোটা অর্থ পাবে।

সর্বশেষ খবর