মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় বেপরোয়া ওরা

আগে ৩০টি, এখন মাসে ১০০টি ডাকাতি-ছিনতাই, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

করোনা আতঙ্ককে পুঁজি করছিল ওরা। লকডাউনে থাকা ফাঁকা রাজধানীর সড়কে জরুরি কাজে বের হওয়া মানুষজন এবং ওষুধের দোকানই ছিল ওদের টার্গেট। মাথায় গামছা এবং মুখে মাস্ক পরে মাঝে-মধ্যেই হানা দিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ভর্তি ট্রাকের দিকে। আগে মাসে সর্বোচ্চ ৩০টির মতো ডাকাতি-ছিনতাই করলেও গত এক মাসে এরা ১০০টির বেশি ছিনতাই-ডাকাতি করেছে। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। গত ১ এপ্রিল রাজধানীর কলেজগেটের বিল্লাল ফার্মেসি এবং ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজফার্মায় ডাকাতির ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পাকড়াও করে এই চক্রকে। গত রবিবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে চক্রের মূল হোতা সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজুকে (২৫)। এরই মধ্যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

ডিবির পশ্চিম বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল বলেন, এই চক্রটি একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। এদের আরেক হোতা টিটুকে আমরা খুঁজছি। ডিবি পুলিশ জানায়, লাজফার্মায় থাকা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ১২ এপ্রিল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সোহেলসহ অন্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি পিকআপ, নগদ ৫ হাজার টাকা, চাপাতি, দা ও লোহার রড। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এই চক্রের সদস্য সংখ্যা ২০ জন। তারা রাজধানীর বাড্ডা, রামপুরা, কালশী, বেড়িবাঁধ, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, তুরাগ, রূপগঞ্জ, কাঁচপুর ব্রিজে নিয়মিত দিন-তারিখ ঠিক করে ডাকাতি-ছিনতাই করত। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন তারা ডাকাতি-ছিনতাই করে। তবে যেদিন বের হয় সেদিন অন্তত ২-৩টা টার্গেট বাস্তবায়ন করে। টিটু ও সোহেল টিম লিডার। টিটু এখনো পলাতক। তার গ্রামের বাড়ি সিলেট হলেও থাকে ঢাকার  ডেমরায়। টিটু সবসময় গাড়ি চালাত এবং ছিনতাইয়ের টাকা জমা নিত। পরে সবাই টাকা ভাগ করে নিত। টিটু টাকার ৪০%, সোহেল ৪০% নিত। বাকি সবাই ২০% ভাগ করে নিত। অভিযানে নেতৃত্বদানকারী ডিবির অতিরিক্ত উপ-কমিশনার শাহাদত হোসেন সুমা বলেন, এই চক্রের বেশির ভাগ সদস্যের নামে ১৫ থেকে ২০টি ছিনতাই, মাদক মামলা আছে। এই চক্রটিই কলেজগেটের বিল্লাহ ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজফার্মায় একই স্টাইলে ডাকাতি করে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর