মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কলেজছাত্রীসহ তিন জনকে জোর করে মল খাওয়ানো হলো!

শরীয়তপুর প্রতিনিধি

পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রী, তার বাবা ও দাদিকে জোর করে মানুষের মল খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় শনিবার সংঘটিত এমন অভিযোগে রবিবার রাতে ওই ছাত্রীর বাবা ৯ জনকে আসামি করে থানায় মামলা করেন। জাজিরা থানা পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় জলিল সিকদার ও আয়নাল হকের নেতৃত্বে এমন অমানবিক কান্ড ঘটানো হয়েছে। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার চিকিৎসক জীবনের ১৫ বছরে এমন অমানবিক আচরণ কোনো মানুষ অন্য মানুষের সঙ্গে করতে পারে, দেখিনি। জরুরি বিভাগে এই তিনজনকে চিকিৎসা দেওয়া হয়।’ জাজিরা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী পেশায় ভ্যানচালক। তার সঙ্গে জমিজমা নিয়ে স্থানীয় জলিল সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জলিল হঠাৎ গ্রামে প্রচার করতে থাকেন  যে ওই ভ্যানচালক কালো জাদু করে মানুষের ক্ষতি করছেন। তাকে ঠিক করতে মল খাওয়াতে হবে। শনিবার সকাল ৬টার দিকে জলিল সিকদার ও আয়নাল হকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ওই ভ্যানচালকের বাড়িতে যান। তাকে ঘর থেকে বের করে এনে মল খাইয়ে দেন। এরপর তার স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ুয়া মেয়েকেও মল খাইয়ে দেওয়া হয়। বাধা দিতে এলে ওই ব্যক্তির মাকেও জোর করে মল খাওয়ায় দুর্বৃত্তরা। এ সময় তাদের মারধর করা হয়। পরে পরিবারের সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই কলেজছাত্রী সাংবাদিকদের বলেন, ‘এমন অমানবিক আচরণ  কোনো মানুষ কীভাবে করতে পারে? জলিল ও আয়নাল আমার বাবাকে হাত-পা ধরে রেখে মল খাইয়ে দেয়। আমি এগিয়ে গেলে আমার সঙ্গেও একই আচরণ করা হয়। আমি বাঁচার জন্য তাদের পা ধরেছি। কোনো লাভ হয়নি। এরপর আমি অচেতন হয়ে পড়ি।’ আসামি জলিল সিকদার দাবি করেন, ‘এলাকার আনোয়ার আকনের শ্যালককে কালো জাদু করে মেরে ফেলেছে ওই ভ্যানচালক। আনোয়ার আমাদের এ কাজ করতে বলেছে।’ আর আয়নাল হক বলেন, ‘আমার সঙ্গে ওই ব্যক্তির কোনো বিরোধ নেই। গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী তাকে মল খাওয়ানো হয়েছে।’ জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘অমানবিক ঘটনাটি শোনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর