শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনায় হারিয়ে গেছে মানবিকতা

সখীপুরের বনে মাকে ফেলে গেল সন্তানরা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে করোনা আক্রান্ত সন্দেহে এক মহিলাকে তার সন্তান, স্বামী ও স্বজনরা বনের ভিতরে ফেলে গিয়েছিলেন। পরে পরীক্ষা করে দেখা গেছে, সেই মহিলা করোনায় আক্রান্ত নন।

জানা গেছে, গত সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের শালগজারি বন থেকে ওই মহিলাকে উদ্ধার করেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে পাঠিয়ে দেয় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল বিকালে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস সোবহান বলেন, সেই মা করোনায় আক্রান্ত নন। গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, সোমবার রাতে এক মহিলার চেঁচামেচির শব্দ শুনে ওই এলাকার কয়েকজন মানুষ জঙ্গলের ভিতরে এগিয়ে যান। সেখানে অপরিচিত মহিলা দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মিলে ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার পরিচয় জানতে পারি। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ীতে। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। ওই মহিলা করোনা আক্রান্ত সন্দেহে তার স্বামী-সন্তান আর স্বজনরা বাড়ি নেওয়ার আশ্বাসে তাকে জঙ্গলে ফেলে রেখে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহীনুর আলম বলেন, ওই মহিলার জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা ছিল। মঙ্গলবার ভোর রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

সর্বশেষ খবর