বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনায় হারিয়ে গেছে মানবিকতা

দাফন করতে দেওয়া হলো না নারীর লাশ

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। স্বাভাবিক মৃত মানুষের লাশও দাফন করতে বাধা দেওয়া হচ্ছে অনেক জায়গায়। যেমনটা ৬০ বছর বয়সী হাজেরা বেগমের ক্ষেত্রে দেখা গেল। তিনি মৃত্যুবরণ করেছেন ঢাকায়। লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ফেনীর শর্শদি ইউনিয়নের আবুপুর। কিন্তু করোনা আক্রান্ত সন্দেহে তার লাশ দাফনে বাধা দেন এলাকাবাসী। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দাফন প্রক্রিয়া শেষ হয়। ঘটনাটি গত সোমবারের। হাজেরা বেগম কিডনি রোগে মারা যান বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ও শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিডনি রোগে অসুস্থ হয়ে হাজেরা বেগম কল্যাণপুরের একটি বেসরকারি কিডনি হাসপাতালে মারা যান। মৃতের স্বজনরা রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়ি নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের বাধা দেন। একপর্যায়ে গ্রামের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান। পরে ফেনী সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত নারীর ভাই কামাল উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ও তিনি করোনা রোগী নন নিশ্চিত করে লাশ নিয়ে আসি। এর পরও এলাকার কিছু মানুষ লাশ দাফনে বাধা দেন ও অ্যাম্বুলেন্সে হামলা করেন।’ ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, করোনা রোগী ভেবে এলাকাবাসী লাশ দাফনে বাধা দেওয়ায় রাতেই ফেনীর সুলতানপুর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সর্বশেষ খবর