শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সোয়া তিন লাখ শ্রমিক বেতন পাননি

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পের ৬০৯টি কারখানার প্রায় সোয়া তিন লাখ শ্রমিক এখনো মার্চ মাসের বেতন পাননি বলে জানিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি গতকাল এক তথ্যে বলেছে, বিজিএমইএ সদস্য দুই হাজার ২৭৪টি কারখানার মধ্যে এক হাজার ৬৬৫টি কারখানায় ২১ লাখ ৫৯ হাজার ৪১৭ শ্রমিকের বেতন পরিশোধ করেছেন মালিকরা। ফলে ৮৭ শতাংশ শ্রমিক বেতন পেয়েছেন। বাকি ১৩ শতংশ বা তিন লাখ ১৩ হাজার ৩১৭ জন পোশাক শ্রমিকের বেতন আগামী ২০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধ করার নতুন প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের মৃত্যুঝুঁকিতে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। গতকাল শ্রমিকদের বিক্ষোভ হয়েছে রাজধানীর শ্রমভবনের সামনে। বিজিএমইএ সব গার্মেন্ট কারখানা লে-অফ ঘোষণা, অনেক কারখানায় এখনো গত মাসের মজুরি পরিশোধ না করা এবং গত চার সপ্তাহে কমপক্ষে ৩০ হাজার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটির সাধারণ সম্পাদক জলি তালুকদার ওই বিক্ষোভ সমাবেশে বলেন, কারখানা লে-অফ ঘোষণা এবং শ্রমিকদের মজুরি পরিশোধ না করার মধ্য দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন মালিকরা। তারা সরকারের কাছ থেকে বড় বেল-আউট আদায়ের দরকষাকষির কৌশল হিসেবে শ্রমিকদের জিম্মিদশায় ফেলেছে। এ মহামারীর সময়ে শ্রমিকদের মৃত্যুঝুঁকিতে ঠেলে দিয়ে মুনাফা কামানোর চেষ্টা ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া’ খাওয়ার শামিল।

অপরদিকে বেতন পরিশোধ না করে আইন এবং সরকারের নির্দেশ অমান্যকারী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন গতকাল এক বিবৃতিতে বলেন, যেসব মালিক শ্রমিকদের বেতন-ভাতা দেননি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। সরকারের নির্দেশ মেনে যারা শ্রমিকদের বেতন-ভাতা দিয়েছেন, তাদের অনেকে আবার মার্চের বেতন থেকে পাঁচ দিনের বেতন কেটে রেখেছে, যা বেআইনি এবং অন্যায়।

সর্বশেষ খবর