শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মালিকরা দায়বোধের পরিচয় দেননি

--- ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

নিজস্ব প্রতিবেদক

মালিকরা দায়বোধের পরিচয় দেননি

তৈরি পোশাকশিল্প কারখানাগুলোয় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে মালিকরা দায়বোধের পরিচয় দেননি বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করে শ্রমিকদের বেতন প্রদান এখন খুবই সহজ।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে বেতন নিয়ে এমন পরিস্থিতি তৈরি হবে, এটা তো মালিকরা জানতেন। তারা কারখানা বন্ধ করলেন। আবার হঠাৎ করে পোশাক কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নিলেন। আসলে মালিকরা পুরো জাতিকে একটা ধোঁয়াশার মধ্যে ফেললেন। এ পরিস্থিতির দায় পোশাকশিল্প মালিকদের নিতে হবে। যদিও আমাদের পোশাকশিল্পের মালিক ও তাদের সংগঠন বিজিএমইএ দায়বোধের পরিচয় দেননি। অথচ পোশাকমালিকদের অর্থের প্রবাহ সরকার নিশ্চিত করেছে। এর পরও মালিকরা যথেষ্টতার পরিচয় দেননি।’ বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের বেতন প্রদানের কথা বলে পোশাকশিল্প মালিকরা সরকারের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা নিয়েছেন। মালিকরা চাওয়ামাত্র এ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। সঙ্গে সঙ্গে মালিকরাও সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে শ্রমিকদের বেতন প্রদান এখন খুবই সহজ। এর পরও শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের দেরি করার কোনো কারণ দেখছি না। কারণ পোশাকশিল্প মালিকদের অর্থের প্রবাহ সরকার নিশ্চিত করেছে।’

সর্বশেষ খবর