শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মিয়ানমার থেকে করোনা রোগী প্রবেশ তথ্যে গ্রামবাসীর পাহারা

মালয়েশিয়া ফেরত ৪০০ রোহিঙ্গা ইউএনএইচসিআরের কাছে হস্তান্তর

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে করোনা আক্রান্ত কিছু রোহিঙ্গার অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে- এমন খবরে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত থেকে উখিয়ার পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসী জড়ো হন। তারা বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় শত শত গ্রামবাসী পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া, রহমতের বিল, ধামনখালী, বালুখালী ও টেকনাফের উলুবনিয়া, খারাইংগাঘোনা সীমান্তে রাতভর পাহারা বসায়। পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া সীমান্তের ওই পাড়ে মিয়ানমারে শতাধিক রোহিঙ্গাকে অবস্থান করতে দেখেন এ পাড়ের জেলেরা। পরে জানা যায়, সেখানে কিছু সন্দেহজনক করোনা রোগী এ দেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। তারা চিকিৎসার জন্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসতে চাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে করোনা রোগীর অনুপ্রবেশের খবরে সীমান্তের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনুপ্রবেশ ঠেকাতে শত শত গ্রামবাসী জড়ো হয়ে বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তে পাহারা দিতে থাকেন। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ সিকদার জানান, নাফ নদীতে মাছ শিকারে যাওয়া এক জেলের মাধ্যমে প্রথমে এলাকাবাসী জানতে পারেন মিয়ানমার সীমান্তে অসুস্থ কিছু রোহিঙ্গাকে বহন করে নিয়ে আসা আরও কিছু রোহিঙ্গা টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের বাধা দিচ্ছে না। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে পাহারা দিতে আহ্বান জানানো হয়। এ সময় শত শত গ্রামবাসী সীমান্তে অবস্থান নেয়। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান পালংখালীর ইউপি মেম্বার সুলতান আহমদসহ অনেকে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে মিয়ানমার থেকে যাতে কেউ সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক করেন। কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের জানান, উখিয়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। আঞ্জুমানপাড়া সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বলেন, নতুন করে কোনো অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবি টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ির কমান্ডার জানান, বিষয়টি শুনেছেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ জানান তিনি বিষয়টি শুনেছেন। শুক্রবার ভোর পর্যন্ত এসব এলাকার বাসিন্দা সীমান্ত পাহারা দেয়। এদিকে সীমান্তে গ্রামবাসীর তৎপরতা দেখে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা পিছু হটে বলে জানা গেছে। সকাল থেকে তাদের আর সীমান্তের কাছাকাছি দেখা যায়নি। উল্লেখ্য, ২০১৭ সালে ২৫ আগস্টের পর উখিয়া-টেকনাফের যেসব সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে তার মধ্যে উখিয়ার আঞ্জুমানপাড়া ও টেকনাফের উলুবনিয়া অন্যতম।

মালয়েশিয়া ফেরত ৪০০ রোহিঙ্গা ইউএনএইচসিআরের কাছে হস্তান্তর : টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা মালয়েশিয়া-ফেরত ৪ শতাধিক রোহিঙ্গাকে ইউএনএইচসিআরের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। বুধবার রাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের সমুদ্র উপকূলীয় এলাকা জাহাজপুড়া ঘাট থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে নানা প্রক্রিয়া শেষে গতকাল বেলা আড়াইটার দিকে ইউএনএইচসিআরের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা। তিনি জানান, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গারা একটি জাহাজে করে কিছু দিন আগে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু পরে দেশটিতে ভিড়তে না পারায় বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। উদ্ধার হওয়া ৩৯৬ জন রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এদের মধ্যে ১৫০ জন পুরুষ, ১৮২ জন মহিলা ও ৬৪ জন শিশু রয়েছে। তবে এ ব্যাপারে ইউএনএইচসিআর কোনো বক্তব্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালাম বলেন, গত মাসখানেকের বেশি আগে ৪ শতাধিক রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছলেও দেশটিতে কড়াকড়ির কারণে ভিড়তে পারেনি। এতদিন সাগরে ভাসমান অবস্থায় ছিলাম। অনেক চেষ্টার পরও ট্রলারটি মালয়েশিয়ার উপকূলে ভিড়তে পারেনি। দীর্ঘদিন সাগরে অবস্থানের সময় অন্তত ২৫ থেকে ৩০ জন মারা যান। পরে ট্রলারটি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছে।

সর্বশেষ খবর