শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সামনে আরও কঠিন দিন কেউ সুযোগ নিতে পারে

-সিদ্দিকুর রহমান

সামনে আরও কঠিন দিন কেউ সুযোগ নিতে পারে

করোনা সংকটে পোশাকশিল্পে কষ্ট মাত্র শুরু হলো এবং কষ্টের আরও দিন সামনে আছে বলে মনে করেন মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, সামনের দিনগুলোয় শ্রমিকদের অভাব-অনটন শুরু হবে। তখন কেউ কেউ সুযোগ নিতে পারে। পুরো দেশ অশান্ত হতে পারে। সুযোগসন্ধানীরাও যুক্ত হতে পারে। ফলে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে এ কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বিশ্বে করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে আমাদের আশার আলো দেখাচ্ছে জার্মানি। সেখানে আট হাজার বর্গফুটের নিচের শোরুমগুলো খুলতে বলা হয়েছে। এফবিসিসিআইয়ের এই সহসভাপতি বলেন, পোশাকশিল্পের বেশির ভাগ শ্রমিকের বেতন প্রদান করা হয়েছে। তবে নারায়ণগঞ্জ ও ঢাকার কিছু কারখানায় সমস্যা আছে। এসব কারখানা সময়মতো বেতন দিতে পারছে না। আমার মনে হয়, কিছু কারখানা আছে যারা সাব-কন্ট্রাক্টিং করছে, তাদের বেতন প্রদানে সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে যারা ভবিষ্যতে কারখানা চালাতে পারবেন এবং চালাতে পারবেন না, তাদের তালিকা দ্রুত করা উচিত। সে তালিকা মোতাবেক সহায়তা ও করণীয় ঠিক করে সরকার, মালিক ও শ্রমিক মিলে একসঙ্গে এগোতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর