শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পোশাকশিল্প মালিকদের গাফিলতি ছিল

-নাজমা বেগম

পোশাকশিল্প মালিকদের গাফিলতি ছিল

করোনাভাইরাস পরিস্থিতিতেও দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প কারখানাসমূহের মালিকরা গাফিলতির আশ্রয় নিয়েছেন বলে মনে করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তিনি মালিকদের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আপনাদের কারখানার মেশিন চালাতে শ্রমিকদের বাঁচিয়ে রাখুন। শুধু পোশাকশিল্প নয়, পুরো বাংলাদেশের অর্থনীতির প্রাণ যুব শ্রমশক্তিকে বাঁচিয়ে রাখতে সরকার ও মালিকদের অনুরোধ করেন এই শ্রমিক নেত্রী। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি দেশের তৈরি পোশাকশিল্প খাত অশান্তের কারণ তুলে ধরতে গিয়ে বলেন, এ খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এতে মালিকদের গাফিলতি ছিল। মালিকরা সময়মতো এবং দায়িত্বশীলতার সঙ্গে শ্রমিকদের বেতন দিয়ে পোশাক কারখানাগুলো বন্ধ করলে এমন পরিস্থিতি হতো না। নাজমা আক্তার বলেন, যে মুহূর্তে করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি, সেটা চলছে এখন বাংলাদেশে। এ মুহূর্তে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে গরিব মানুষের জন্য সামাজিক নিরাপত্তা নেই। তার মতে, পোশাকশিল্প মালিকরা কারখানাগুলো বন্ধের সময় বেতন দিতে পারতেন। কিন্তু মালিকরা তা করেননি। বেতন না পেলে অস্থিরতা থাকবেই। মালিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মালিকরা সারা জীবন লাভ-লোকসানের হিসাব করছেন। তাদের মধ্যে মানবিকতার অভাব আছে। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আরও বলেন, সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলো মিলে এখন পরিকল্পনা নেওয়া দরকার। শুধু পোশাকশিল্প নয়, বাংলাদেশের সব খাতের যুব শ্রমশক্তিকে বাঁচিয়ে রাখতে হবে। কারখানার মেশিন চালাতে এই শ্রমিকদের বাঁচিয়ে রাখুন। কারণ, কারখানার মেশিন তো আর মালিকরা চালাতে পারবেন না। সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে পূর্ণাঙ্গ অ্যাকশন পরিকল্পনা নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর