শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত অপহৃত ২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ক্যানাইজুপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মংসাই মারমা (৩০)। সে থানছি উপজেলার রেমাক্রী এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে অপহৃত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মৌজা হেডম্যান ম্যচিং মারমা জানান, সকালে মোটরসাইকেলে করে মুখোশ পরা একদল সশস্ত্র যুবক হঠাৎপাড়ার পাশের দোকানগুলোতে এসে গুলি চালায়। পরে তারা চলে যাওয়ার সময় অস্ত্রের মুখে দুজনকে ধরে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, সন্ত্রাসীরা গুলি করে ক্যানাইজু পাড়ায় একজনকে হত্যা করেছে। আরও দুজনকে ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ- সেনাবাহিনী।  উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জামছড়ি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত ও ২ জন আহত হন।

সর্বশেষ খবর