শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাপের কেলি দেখার জন্য করোনার নেই কোনো পরোয়া

নাটোর প্রতিনিধি

সাপের কেলি দেখার জন্য করোনার নেই কোনো পরোয়া

নাটোরের গ্রামে একটি পুকুরে দুই সাপের ‘কেলি’ (দৈহিক মিলন-পূর্ব শৃংগার) দেখার জন্য মানুষ করোনার কোনো পরোয়া না করেই ভিড় জমায়।

ঘটনাস্থল : নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে ডাক্তারপাড়া এলাকায় একটি পুকুর। দুই সাপের এই অবস্থাকে স্থানীয়রা বলে সাপের শঙ্খ লাঘা। শঙ্খ লাঘা দেখতে করোনাভাইরাসের সামাজিক দূরত্ব ভেঙে ছুটে আসে বহু মানুষ। কৌতূহল মেটাতে ঘটনাস্থলে আসা হিন্দু ধর্মাবলম্বীদের কেউ কেউ দাঁড়াশ দুধরাজ সাপের এই মিলন দৃশ্য দেখাকে ‘সৌভাগ্যের বিষয়’ বলে আখ্যায়িত করেন। এ ব্যাপারে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, এখন সাপের প্রজনন মৌসুম। তাই এমন দৃশ্য চোখে পড়েছে। এ সময়ে মানুষকে সাপের আবাসস্থল এলাকায় সতর্কতার সঙ্গে চলাচলেরও পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে প্রাণিস¤পদ অধিদফতরের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বিকালে পুকুরে কাজ করতে গিয়ে কয়েক ব্যক্তি এই দৃশ্য প্রথম দেখতে পান। তারা হাঁক দিলে আশপাশের লোকজন ছুটে আসে। অনেকে মোবাইল ফোন ক্যামেরায় সর্প কেলির এ দৃশ্য ধারণ করেন।

সর্বশেষ খবর