শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
কৃষি সংবাদ

বাম্পার ফলন তরমুজ নিয়ে চাষিদের হতাশা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

বাম্পার ফলন তরমুজ নিয়ে চাষিদের হতাশা

দেশব্যাপী লকডাউনে মাঠের তরমুজ নিয়ে হতাশায় পড়েছেন চরফ্যাশনের তরমুজ চাষিরা। তরমুজের বাম্পার ফলন হলেও যথাসময়ে বিক্রি করতে না পারলে ঋণের টাকা কীভাবে পরিশোধ করবে সেই শঙ্কায় তারা। যানবাহন চলাচল স্বাভাবিক না হলে কৃষকদের কষ্টে অর্জিত তরমুজ খেতেই নষ্ট হয়ে যাবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চরফ্যাশনের নুরাবাদ, আহাম্মদপুর, মুজিবনগর, রসুলপুর, চরকলমী, আমিনাবাদ, আবুবকরপুর, নজরুল নগর ইউনিয়নে এ বছর প্রায় ৮ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। তরমুজের আগাম কর্তনে ন্যায্য মূল্য পেয়ে কৃষকরা দারুণ খুশি। সামনে রমজান। দ্বিতীয় দফায় তরমুজ কর্তন করে কৃষক লাভের স্বপ্ন দেখছেন। চরমনোহর এলাকার তরমুজ চাষি মো. নুরনবী বলেন, চরফ্যাশনের মাটি তরমুজ চাষে উপযোগী হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে তরমুজে বেশি লাভ। তাই এলাকার অনেকেই তরমুজ আবাদে অনেক টাকা বিনিয়োগ করেছেন। অন্যান্য বছরের চেয়ে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত তরমুজ বিক্রি করে পরিবারে আর্থিক সচ্ছলতার স্বপ্ন নভেল করোনার লকডাউনে ভেস্তে যেতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন আহমেদ বলেন, কৃষকের উৎপাদিত ফসল পরিবহনে কোনো বিধিনিষেধ নেই, এর পরও কাঁচামাল তরমুজ পরিবহন বিভিন্ন এলাকায় বাধার সম্মুখীন হচ্ছে। ফলে কৃষককে লোকসান গুনতে হচ্ছে।

সর্বশেষ খবর