রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

স্বাভাবিক অবস্থায়ও এই নামাজ ঘরে পড়া যায়

-আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

স্বাভাবিক অবস্থায়ও এই নামাজ ঘরে পড়া যায়

‘রোজার আমলের সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক নেই, তারাবি নামাজ ইসলামী শরিয়তের দৃষ্টিতে জরুরি নয়’ এমন মন্তব্য করে দেশের অন্যতম শীর্ষ আলেম ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মুসল্লিদের মসজিদের পরিবর্তে ঘরেই তারাবি নামাজ পড়া উত্তম। তাহলে প্রাণঘাতী করোনা সংক্রমণের ঝুঁকি থাকবে না। নিজে রক্ষা পাবে, অন্যরাও।’

তিনি বলেন, ‘শরিয়তের দৃষ্টিতে তারাবি মসজিদে জামাতে পড়া জরুরি নয়। বরং ঘরে পড়া বেশি সওয়াবের। একা পড়তে পারলে আরও ভালো হয়। একসময় আমাদের অনেক জ্ঞানীগুণীকে দেখেছি স্বাভাবিক পরিস্থিতিতে মসজিদে জামাতে এশার ফরজ নামাজ শেষ করে বাসায় ফিরে তারাবি পড়তেন। কিন্তু আমাদের যুগে অসুবিধা হলো, ঘরে ঘরে কোরআনে হাফেজ নেই। কোরআন শরিফও আমরা ঠিকমতো পড়তে পারি না। এ কারণে সবাই মসজিদে জামাতে নামাজ পড়তে চায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মসজিদে যাওয়া ঠিক হবে না।’ তিনি বলেন, করোনা পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আগামী সোমবার সারা দেশে রোজা রাখা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবার রোজা রাখতেন।

সর্বশেষ খবর